1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১০:৫৪ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস পালিত

  • আপডেট সময় সোমবার, ১৫ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার ::
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার সুনামগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, র‌্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সমর কুমার পাল। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলী হায়দার রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ
ইকবাল চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন নবাগত পুলিশ সুপার এম এন মোর্শেদ, সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, জেল সুপার শফিউল আলম, ইসলামিক ফাউন্ডেশন উপপরিচালক আশরাফ হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণ প্রমুখ। এর আগে শহরে একটি র‌্যালি বের করা হয়।
আলোচনা সভার পর মাদকবিরোধী থিম সং অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টির জন্য সুনামগঞ্জ জেলার মাধ্যমিক পর্যায়ের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে দাঁড়িয়ে এক এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী কার্যক্রমের উপর মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের আয়োজিত রচনা প্রতিযোগিতা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com