মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির কার্যালয়ের মিলনায়তনে রবিবার সকাল ১১টার দিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এই সভার আয়োজন করে। এতে উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা এই সভায় অংশ নেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রাজ্জাক ভুঁইয়া। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুলের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, কার্তিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, নয়াবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আলম, বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রঞ্জন সরকার প্রমুখ।