সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে উকিলপাড়াস্থ দলীয় কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা জাপা নেতা সাইফুর রহমান সমছু।
জেলা জাতীয় পার্টির প্রচার সম্পাদক গোলাম হোসেন অভির পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ.ন.ম ওহিদ কনা মিয়া। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জাপা নেতা সুনামগঞ্জ জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মো. নাজমুল হুদা (হিমেল)।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহির আলী, শান্তিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হারুন মিয়া, জাপা নেতা এডভোকেট শাহ্ আলম তুলিপ, জেলা ছাত্র সমাজের সভাপতি সজীব আহমেদ, জেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি এমদাদুল হক দিলরব, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, জাপা নেতা শিমুল আহমদ, জাপা নেতা আব্দুল মতিন, জাপা নেতা আব্দুল মালেক, জাপা নেতা হাবিবুর রহমান হাবিব, জাপা নেতা আব্দুল আজিদ, ছাতক উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক জুবেদ আলী, ছাতক উপজেলা জাতীয় পার্টির সমাজকল্যাণ সম্পাদক আব্দুল ছালিক মিলন তালুকদার, সিংচাপইড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জাপা নেতা আব্দুল আহাদ, জাপা নেতা মনির উদ্দিন, জাপা নেতা জহুর মিয়াসহ জেলা উপজেলা ও ইউনিয়নের জাতীয় পার্টির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্মরণসভায় বক্তারা বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ এদেশের মানুষকে অনেক কিছু দিয়েছেন। এরশাদকে দেশের মানুষ ভালবাসতেন। এদেশের মানুষকে ভালবেসে দীর্ঘ ৬ বছর জেল খেটেছেন। তারপরও এরশাদ অন্যায়ের কাছে মাথা নত করেননি। দেশ ও দেশের মানুষ যা চেয়েছে এরশাদ তাদের পক্ষে কথা বলেছেন। দীর্ঘ ৯ বছরের দেশ পরিচালনার কথা তুলে ধরে বক্তারা বলেন, এরশাদ এদেশের মানুষের উন্নয়নের জন্য ৪৬৪টি উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। তাই এদেশের মানুষ এরশাদ’কে পল্লীবন্ধু হিসাবে উপাধি দিয়েছিল। হুসেইন মুহম্মদ এরশাদ মানুষের হৃদয়ে অনন্তকাল বেঁচে থাকবেন। -সংবাদ বিজ্ঞপ্তি