স্টাফ রিপোর্টার ::
সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ-এর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির উদ্যোগে রবিবার বিকাল ৩টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
স্মরণসভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী খুশনুর। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি সদর উপজেলা সভাপতি মোহাম্মদ রশিদ আহমদ, জেলা জাতীয় যুব সংহতির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সরকার, জাতীয় পার্টি সদর উপজেলার সাধারণ স¤পাদক সাজ্জাদুর রহমান সাজু।
স্মরণসভায় স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক স¤পাদক ফারুক মেনর।
সভায় আরও বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক হাবিলদার মুর্শেদ আলম, জাতীয় পার্টি নেতা সিরাজুল ইসলাম সিরাজ, তাহিরপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি নজির আহমদ ও সাধারণ স¤পাদক সামছুল হুদা, পৌর জাতীয় যুব সংহতির আহ্বায়ক শাহিন আহমদ মিন্টু, জেলা ছাত্র সমাজের সভাপতি সুমন আহমদ স্বপন, পৌর জাতীয় যুব সংহতির আহ্বায়ক শাহিন আহমদ মিন্টু, জেলা ছাত্র সমাজের সভাপতি সুমন আহমদ স্বপন, জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির নেতা সাজিদুর রহমান সাজিদ, পলাশ ইউপি জাতীয় পার্টি সভাপতি কামরুজ্জামান বুলবুল, জাতীয় পার্টি নেতা মনির মিয়া, হোসেন আহমদ, পলাশ ইউপি জাতীয় পার্টি সভাপতি কামরুজ্জামান বুলবুল, জাতীয় পার্টি নেতা মুহিত আচার্য, সদর উপজেলা জাতীয় পার্টি নেতা আবু তালিব আল মুরাদ।
সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে দেশ ও জাতীর কল্যাণে বিশেষ মোনাজাত পেশ করা হয়। প্রয়াত সাবেক রাস্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের রুহের শান্তি কামনায় মোনাজাত পেশ করেন মাও. রফিকুল ইসলাম আলাল।
বক্তারা বলেন, জনগণ বাঁচলে, দেশ বাঁচবে – এমন অনুভূতি ও আদর্শ নিয়ে জাতীয় পার্টি আজও বেঁচে আছে। প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মুহম্মদ এরশাদের আদর্শ লালন করে আসছে জাতীয় পার্টির কর্মীরা। যার ফলে লাঙল প্রতীকের বার বার জয় হচ্ছে। কিন্তু কেউ কেউ জাতীয় পার্টিতে এসে স্বার্থ নিয়ে দূরে সরে যান। আজ দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসাইন মুহম্মদ এরশাদের স্মরণসভা করার উদ্যোগ নেয়নি স্বার্থান্বেষীরা। আমরা আছি, থাকবোও। আমরা এরশাদের আদর্শিত কর্মী। আমাদেরকে কেউ সরাতে পারবে না। আমরা দলের একনিষ্ঠ কর্মী হয়ে কাজ করবো।
প্রধান অতিথির বক্তব্যে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মনির উদ্দিন মনির বলেন, যে কোনো দুর্দিনের সময় আমাকে পাবেন, আমাদেরকে পাবেন। আমরা দলের সাথে আছি, থাকবো। সকলে মিলে দলের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।