স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের পুরানগাঁও গ্রামের এক দিনমজুরের কিশোরী কন্যাকে বাড়িতে নিয়ে ধর্ষণ করেছে প্রভাবশালী পরিবারের এক যুবক। এ ঘটনা ধামাচাপা দিতে প্রভাবশালী পরিবার ভিকটিমের পরিবারকে হুমকি-ধমকি দিচ্ছে। অবশেষে অসহায় পরিবারটি আদালতে মামলা করেছে। সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা নং ২০৯/২০২৪। এদিকে আদালতে মামলা করায় এখন পরিবারটিকে হুমকি ধমকি দিচ্ছে প্রভাবশালীরা।
মামলার বিবরণে জানা যায়, পুরানগাঁও গ্রামের নিজাম উদ্দিনের ছেলে খালেদ (১৮) গত ২৫ এপ্রিল ওই গ্রামের দিনমজুরের কন্যাকে আত্মীয়তার সুবাদে তাদের বাড়িতে নিয়ে যায়। রাতে আর ফিরতে দেয়নি। ওইদিন রাতে মেয়েটিকে ধর্ষণ করে। এসময় বিষয়টি নিজাম উদ্দিন ও তার স্ত্রী পারভিন আক্তারকে বললে তারা বিষয়টি চেপে যেতে বলে এবং কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরদিন বাড়িতে এসে ওই কিশোরী মা-বাবার কাছে ঘটনা খুলে বললে স্থানীয় গণ্যমান্যদের বলে মামলার প্রস্তুতি নেন। কিন্তু প্রলোভন দেখিয়ে তাদেরকে আটকে রেখে হুমকি ধমকি দিয়ে মামলা থেকে বিরত রাখে। পরে ৭ মে আবারও তার বাড়িতে নিয়ে সন্ধ্যারাতে ধর্ষণের চেষ্টা করে খালেদ। এসময় কিশোরী চেচামেচি শুরু করলে সে পালিয়ে যায়। হট্টগোল শুনে খালেদের বাবা-মা এগিয়ে তাদেরকে হুমকি ধমকি দিয়ে বিদায় করে দেয়।
এ ঘটনায় আবারও কিশোরীর বাবা মামলা করতে গেলে হুমকি-ধমকি দিয়ে তাদের বিদায় করে দেয় এবং মামলা করলে মেয়ের জীবন ধ্বংস করার হুমকি দেয়।
অবশেষে গত ১৫ মে আদালতে মামলা দায়ের করেছেন কিশোরীর বাবা। মামলা দায়েরের পর তাদের হুমকি ধমকি দিচ্ছে বলে জানান দিনমজুর পিতা।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদ চৌধুরী বলেন, এ বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা নেব।