ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের নিজ বসতঘরের ভেতর থেকে শুক্রবার রাত দুইটার দিকে সালমান শাহ (৩০) নামের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানার এএসআই সুষেন চন্দ্র দাস বলেন, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের রাজাপুর গ্রামের সালমান শাহের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে ২০২২সালের ১৩ নভেম্বর ধর্মপাশা থানায় একটি মামলা হয়। এই মামলায় সুনামগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত চলতি বছরের ১৯মে তাকে দেড় বছরের সশ্রম কারাদ- ও ১০হাজার টাকা জরিমানা করেন। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাত দুইটার দিকে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে ধর্মপাশা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।