জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মুকিত চৌধুরী। যুগ্ম সাধারণ স¤পাদক কাজী আশরাফুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আফতাব উদ্দিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আল আজাদ, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক এখলাছুর রহমান তারা মিয়া, জামালগঞ্জ উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা বিষয়ক স¤পাদক মো. জহির উদ্দিন তালুকদার, ফেনারবাঁক ইউপি চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বেহেলী ইউপি চেয়ারম্যান সুব্রত সামন্ত সরকার, আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মো. দুলাল মিয়া, সায়েম পাঠান, জসিম উদ্দিন তালুকদার, রেজওয়ান আহম্মদ আলম, আলী আমজাদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।