স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে হাওরের বন্যার্ত ৫ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। শনিবার দেখার হাওরের দুর্গম গ্রাম ইসলামপুর, গোয়াচরা, কলাউড়াসহ বন্যা কবলিত গ্রামগুলোতে গিয়ে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের ত্রাণসামগ্রী দিয়ে আসেন ব্যাংকের সংশ্লিষ্টরা। পূবালী ব্যাংক সুনামগঞ্জ ও সিলেটের বন্যার্তদের জন্য প্রায় ৫০ লক্ষ টাকার ত্রাণ বিতরণ করছে বলে জানাগেছে। এদিকে দুর্গম হাওরের অসহায় বন্যার্তরা ত্রাণ পেয়ে পূবালী ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
এদিকে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেন পূবালী ব্যাংকের সিলেট পূর্বাঞ্চল ও প্রিন্সিপাল অফিসের প্রধান ডিজিএম চৌধুরী মোহাম্মদ শফিউল হাসান।
পূবালী ব্যাংক সুনামগঞ্জের শাখা অপারেশন ম্যানেজার অতুল মৈত্রের সঞ্চালনায় এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মিজানুর রহমান, বুয়েটের শিক্ষক সৈয়দ জামাল হোসেন, পূবালী ব্যাংকের সিলেট পশ্চিমাঞ্চলের প্রধান ডিজিএম মোহাম্মদ মোশাহিদ উল্লাহ, পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার প্রধান ও সহকারী মহাব্যবস্থাপক মো. মাহমুদুন নবী।
উল্লেখ্য, সিলেট ও সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত উপজেলা সমূহের মধ্যে ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জের সদর উপজেলার দেখার হাওরপাড়ে এই ত্রাণ বিতরণ করা হয়।