মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের সামনে থাকা ঠগার হাওরে মাছ শিকার করতে গিয়ে সেখানে থাকা বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ঝুলে থাকা তারের সঙ্গে বিদ্যুৎ¯পৃষ্ট হয়ে মিন্টু মিয়া (২৬) নামের এক জেলে শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে গুরুতর আহত হন। তার বাড়ি উপজেলার জলুষা গ্রামে। ওইদিন সন্ধ্যা সাতটার দিকে মুমূর্ষু অবস্থায় আহত ওই জেলেকে পাশের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার স্বজনরা। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। শনিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ঠগার হাওরে মাছ শিকার করতে গিয়ে বিদ্যুৎ¯পৃষ্টে গুরুতর আহত ওই জেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানতে পেরেছি।