মধ্যনগর প্রতিনিধি ::
মধ্যনগর উপজেলার মধ্যনগর ইউনিয়নের মাছুয়াকান্দা গ্রামে মাদক সেবনের জন্য টাকা চেয়ে না পাওয়ায় নিজ বাবা-মা কে মারধরের চেষ্টাকালে মাদকসেবী ছেলে মো. রানা (২২) কে শুক্রবার বেলা পৌনে ১টার দিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মধ্যনগর থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মাছুয়াকান্দা গ্রামের শফিকুল ইসলামের (৫০) ছেলে মো. রানা (২২) মাদকসেবী। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে মো. রানা মাদক সেবনের জন্য তার বাবা-মা’র কাছে ২০০টাকা চায়। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় সে উচ্ছৃঙ্খল আচরণ শুরু করতে থাকে। একপর্যায়ে সে তার বাবা-মাকে মারধর করতে উদ্যত হলে ওইদিন বেলা ১২টার দিকে স্থানীয় গ্রামবাসী তাকে আটক করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা পৌনে ১টার দিকে মধ্যনগর থানা পুলিশ ওই গ্রামে গিয়ে মাদকসেবী ছেলেকে আটক করে থানায় নিয়ে আসেন।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, বাবা-মা কে মারধরের চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদকসেবী ছেলে মো. রানাকে ধর্তব্য অপরাধ নিবারণকল্পে ১৫১ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার বিকেল চারটার দিকে আদালতে পাঠানো হয়েছে।
ৃ