স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস পালন উপলক্ষে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম সুষ্ঠু বাস্তবায়নে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সদর উপজেলার সূর্যের হাসি ক্লিনিক। বৃহ¯পতিবার সকালে বিশ্ব জনসংখ্যা দিবস পালন অনুষ্ঠানে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের পক্ষ থেকে এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী এই সম্মাননা পুরস্কার প্রদান করেন সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার পান্না দে-কে।
এ সময় সুনামগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক সিরাজুল ইসলামসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিবার পরিকল্পনা কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালনের পাশাপাশি মা, শিশু, গর্ভবতী ও বয়োজ্যেষ্ঠদের সাশ্রয়ী মূল্যে স্বাস্থ্য সেবা প্রদানকারী সংস্থার মধ্যে জেলায় সূর্যের হাসি ক্লিনিক অন্যতম।
সূর্যের হাসি ক্লিনিকের ম্যানেজার পান্না দে জানান, সূর্যের হাসি নেটওয়ার্কের অধীনে সূর্যের হাসি ক্লিনিক দক্ষতা আর সুনামের সাথে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়ে আসছে। এই ক্লিনিক গর্ভবতী মায়েদের সেবা, পরিবার পরিকল্পনা সেবা, শিশু স্বাস্থ্যসেবা, নির্ভরযোগ্য ল্যাব টেস্টসহ বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শে মানসম্মত ঔষধের জন্য সূর্যের হাসি আস্থা অর্জন করেছে। এছাড়া জরায়ুমুখ ক্যান্সার ও ডেঙ্গু বিষয়ক সচেতনতা ও পরীক্ষা, শিশুদের ইপিআই টিকা প্রদানে সূর্যের হাসি ক্লিনিক উল্লেখযোগ্য কর্মকা- পরিচালনা করে আসছে।