সুনামগঞ্জ সদর উপজেলা জাহাঙ্গীরনগর ইউনিয়নের ঝরঝরিয়া দক্ষিণ পাড়া যুবকদের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠন পীরজাদা গোলাম হাক্কানি স্মৃতি ফাউন্ডেশন উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার (১১ জুলাই) মহল্লার খানকায় উদ্বোধনী অনুষ্ঠানে মো. রহিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপদেষ্টা মোহাম্মদ হোসেন, মো. মোবারক হোসেন, উদ্যোক্তা মো. হারিছ মিয়া, সৌদি প্রবাসী মো. আবু বক্কর, মো. নূর আলম, মো. ইকবাল হোসেন, ফেনিবিল সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি ও জেলা যুব প্রতিনিধি মো. শাহ আলম প্রমুখ।
অনলাইনে বক্তব্যদানকালে সৌদি আরব প্রবাসী মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, গত ১৪ ফেব্রুয়ারি ২৪ খ্রি. পীরজাদা গোলাম হাক্কানি স্মৃতি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শীঘ্রই কার্যকরি পরিষদ গঠন করা হবে। এলাকার আর্থ-সামামাজিক উন্নয়নে এই সামাজিক সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। এলাকার স্থানীয় ও প্রবাসীদের আর্থিক সহযোগিতায় বিভিন্ন স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালিত হবে।
পীরজাদা গোলাম হাক্কানি স্মৃতি ফাউন্ডেশন উদ্বোধনের দিনেই এলাকার ২১ অস্বচ্ছল পরিবারের মধ্যে নগদ অর্থ সহযোগিতা করা হয়।
পীরজাদা গোলাম হাক্কানি স্মৃতি ফাউন্ডেশনের কার্যক্রমগুলো হল- স্বেচ্ছায় রক্তদান, দুঃস্থ ও অসহায় রোগীদের চিকিৎসা সেবা, পথশিশুদের পুনর্বাসন, শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র বিতরণ, বন্যার্তদের ত্রাণ বিতরণ, শিক্ষার প্রসার, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদকের বিরুদ্ধে প্রতিরোধসহ বিভিন্ন জনসচেতনতা প্রচার ইত্যাদি। – সংবাদ বিজ্ঞপ্তি