বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, সুনামগঞ্জ জেলা শাখার কার্যনির্বাহী পরিষদের মতবিনিময় সভা বৃহ¯পতিবার সন্ধ্যায় শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট বিমান কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিমল বণিকের সঞ্চালনায় সভার শুরুতেই পবিত্র গীতা থেকে শ্লোকপাঠ করেন অ্যাড. অশোক গোস্বামী।
সভায় বগুড়ায় রথযাত্রায় নগর পরিক্রমার সময় বিদ্যুস্পৃষ্টে পাঁচজনের মৃত্যুতে বিদেহীদের আত্মার শান্তি কামনা ও আহত ভক্তবৃন্দ এবং জেলা কমিটির সহ-সভাপতি চন্দন কুমার রায়সহ সকলের রোগ মুক্তিতে ভগবানের নিকট এক মিনিট নীরবতা সহকারে প্রার্থনা করা হয়। পরবর্তীতে সংগঠনের সাধারণ স¤পাদক বিমল বণিক বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক স¤পাদক নির্বাচিত হওয়ায় জেলা সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলার পূজা উদযাপন পরিষদ কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে শারদ গ্রন্থ প্রকাশনের ব্যবস্থা গ্রহণ এবং চলমান বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাড. গৌরাঙ্গপদ দাস, সন্তোষ রায়, আরতি তালুকদার, বিপ্রেশ রায়, অ্যাড. রাধাকান্ত সূত্রধর, রবীন্দ্র দেব, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, অনিমেষ পাল ভানু, বিধান চন্দ্র দাস, লিটন দে, নারায়ণ চক্রবর্তী, জয়ন্ত বণিক, গণেশ রায়, রূপালী সোম পম্পা, মলি রায়, বিভা রায়, জবা ঘোষ, অরুণ তালুকদার, নূপুর রায়, স্বপন দেব, চন্দন চক্রবর্তী, অরুণ দে, প্রদীপ বণিক, পরিমল তালুকদার, বিপ্লব তালুকদার, স্বপন সরকার, প্রসেনজিৎ নন্দী, পিনাক দাস, সুকান্ত রায়, রতিশ গোস্বামী, তপন কর্মকার, শিশির তালুকদার, সত্যব্রত দাস, মন্টু রায়, রিনা ঘোষ, সিদ্ধার্থ এষ প্রমুখ। – সংবাদ বিজ্ঞপ্তি