শাল্লা প্রতিনিধি ::
শাল্লায় ভাটি বাংলা কলেজে চুরি ঘটনা ঘটেছে। বুধবার (১০ জুলাই) গভীর রাতে কলেজের তালা কেটে বিভিন্ন মালামাল চুরি হয়ে যায়।
জানাযায়, একটি চোর চক্র গেটের তালা কেটে কলেজে থাকা কম্পিউটার, প্রিন্টার, স্টেবিলাইজার, গ্যাস সিলিন্ডার, চুলা, স্ট্যান্ড ফ্যান, সিলিং ফ্যান, খেলার সরঞ্জামসহ কলেজের নানাবিধ আসবাবপত্র চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে ভাটি বাংলা কলেজের অধ্যক্ষ রন্টু কুমার দাস বলেন, গভীর রাতে কলেজের আসবাবপত্র চুরি হয়ে গেছে। তবে এঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি কলেজ কর্তৃপক্ষ। অধ্যক্ষ বলেন, আমরা আগামীকাল মিটিং করে এবিষয়ে সিদ্ধান্ত নেব।