স্টাফ রিপোর্টার ::
মুহাদ্দিসে গাজিনগরী ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দোয়ারাবাজার উপজেলার সুরমা ও দোহালিয়া ইউনিয়নসহ বিভিন্ন গ্রামের বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই ত্রাণ বিতরণ করেন ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকা প্রবাসী শায়খ হাম্মাদ আহমদ গাজীনগরীর নির্দেশে এই উপহারসামগ্রী বিতরণ করা হয়। ত্রাণের মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিড়া, মুড়ি, গুড়, আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা শাখার সাধারণ স¤পাদক মুফতি তাফাজ্জুল হক, সুনামগঞ্জ সদর উপজেলার সাধারণ স¤পাদক ক্বারী আহমদ শফি, সুনামগঞ্জ পৌর শাখার উপদেষ্টা মাও. আব্দুল মালিক ও সভাপতি মাও. আজমল হোসাইন, ছাতক উপজেলা শাখার সাধারণ স¤পাদক হাফিজ জিয়াউর রহমান, দোয়ারাবাজার উপজেলার সভাপতি মাও. মিজানুর রহমান। এ সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। মোনাজাত পেশ করেন শায়েখ ফজলুর রহমান।