পাহাড়ি ঢলে ফসলহানি রোধে এবং বন্যা সমস্যার স্থায়ী সমাধানের জন্য হাওরাঞ্চলের নদী, উপনদী ও খাল বিল খননের দাবিতে মঙ্গলবার সকালে সুনামগঞ্জ শহরের রায়পাড়াস্থ এনডিএফ’র অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রতœাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কবি ও লেখক সৌরভ ভূষণ দেব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ও হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধান আন্দোলন পরিচালনা আঞ্চলিক কমিটির সদস্য সুখেন্দু তালুকদার মিন্টু, আবু ছাদাত আহমদ টিটু, মো. তাহের মিয়া, শামসুল আলম, তৈয়ব আলী প্রমুখ।
সভায় সৌরভ ভূষণ দেবকে আহ্বায়ক ও সুখেন্দু তালুকদার মিন্টুকে যুগ্ম আহ্বায়ক করে ১১ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা আন্দোলন পরিচালনা কমিটি গঠন করা হয়। এছাড়া হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে আগামী ১৪ জুলাই রবিবার সুনামগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়। – সংবাদ বিজ্ঞপ্তি