স্টাফ রিপোর্টার ::
মধ্যনগরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের মধ্যনগর বাজার খাদ্যগুদাম প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত চন্দ্র সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান হযরত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান হালুফা আক্তার হেপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক পরিতোষ সরকার, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক এখলাছুর রহমান তারা, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাসেল আহমদ, চামরদানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর খসরু, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জীব তালুকদার প্রমুখ।