ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা পরিষদ হলরুমে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত শ্রেষ্ঠদের ক্রেস্ট, চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল তিনটার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।
ইউএনও মোহাম্মদ গিয়াস উদ্দীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমেদ মুরাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শামীম আহমেদ বিলকিস প্রমুখ।
অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী ৭৪জনকে ক্রেস্ট ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ স্থান অর্জনকারী ১১জনকে চেক ও সনদপত্র বিতরণ করা হয়।