দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধশতাধিক পরিবারে মধ্যে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড-এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার বিকাল ৪টার দিকে ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির অফিস কক্ষে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার, পৌর মেয়র বিশ্বজিৎ রায়, ভাটিবাংলা যুব কল্যাণ পরিষদের সভাপতি জিয়াউর রহমান লিটন, ভাটিবাংলা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি প্রশান্ত সাগর দাস, দৈনিক সিলেটের ডাক দিরাই প্রতিনিধি উবাইদুল হক, সাংবাদিক গোলাম জিলানী মিয়া, ঝুটন সূত্রধর, দুর্জয় রায় প্রমুখ।
এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬০টি পরিবারের মধ্যে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ১ লিটার তেল, ধনিয়া, হলুদ, মরিচ সহ মসলাসামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ।