স্টাফ রিপোর্টার ::
শাল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সমেদ মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৭ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। সমেদ মিয়া উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও (নতুনপাড়া) গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাওরে নৌকা চালাচলের সময় বিদ্যুতের নিচু তারের সংস্পর্শে চলে আসে। এসময় বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান সমেদ মিয়া।