স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উদযাপিত হয়েছে। রোববার বিকেলে শহরের জগন্নাথ জিউর মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। ঢাক-ঢোলক বাদ্য, শঙ্খ ও উলুধ্বনি দিয়ে জগন্নাথ-বলরাম-সুভদ্রাকে রথারোহন করানো হয়। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে এই রথের প্রথম টানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এছাড়া শহরের ষোলঘরস্থ শ্রীশ্রী কালাচাঁন ও গোপাল জিউর আখড়া থেকে মন্দির প্রাঙ্গণ থেকে রথযাত্রা বের করে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)। রথযাত্রায় হাজার হাজার মানুষের সমাগম হয়।
রথযাত্রা মহোৎসবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও শ্রীশ্রী জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী, প্রফেসর পরিমল কান্তি দে, শিক্ষাবিদ যোগেশ্বর দাস, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সদর থানার ওসি খালেদা চৌধুরী, জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি কুলেন্দু শেখর দাস, মহিলা কাউন্সিলর সামিনা চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য লিটন সরকার, জগন্নাথবাড়ি নির্মাণ কমিটির সহ-সভাপতি বজুলাল বণিক, সন্তো রায়, সুশান্ত রায়, বিপ্রেশ রায় বাপ্পি, অভিষেক বণিক, প্রসেনজিৎ নন্দী প্রমুখ।
জানা যায়, পুণ্য তিথিতে নিজ নিজ রথে প্রভু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা শোভাযাত্রা সহকারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে নিজ মন্দির থেকে সপ্তাহকালের জন্য মাসির বাড়ি গমন করেন। এই বেড়াতে যাওয়ার উৎসবই রথযাত্রা। হিন্দুশাস্ত্র মতে রথের দড়ি টানলে পুণ্যলাভ হয়। তারই ধারাবাহিকতায় সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রা পালিত। এছাড়া আগামী সোমবার (১৫ জুলাই) রথের উল্টো টানের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় এই অনুষ্ঠানের সমাপ্তি হবে।