1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৪৯ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

রবীন্দ্রনাথের বর্ষার গান নিয়ে অনন্য আয়োজন

  • আপডেট সময় রবিবার, ৭ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার ::
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার গান গেয়ে সুনামগঞ্জ মাতিয়ে গেলেন বিশ্বভারতী বিশ^বিদ্যালয়ের সঙ্গীতের মেধাবী ছাত্রী সুনামগঞ্জের মেয়ে জয়ীতা তিথি। গানের সঙ্গে আবৃত্তির ঢঙে পশ্চিমবঙ্গের রবীন্দ্র গবেষক পীতম সেনগুপ্তের উপস্থাপনা ছিল রবীন্দ্রনাথের বর্ষার গানের সুলুকসন্ধান। ‘বহুযুগের ওপার হতে আষাঢ় এলো’ শিরোনামে প্রকাশনা সংস্থা চৈতন্য সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিতে শুক্রবার রাতে আয়োজন করে রবীন্দ্রনাথের প্রিয় ঋতু বর্ষার গান নিয়ে এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের। শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে অনুষ্ঠিত এই সঙ্গীত আসরে রবীন্দ্র অনুরাগীরা উপস্থিত ছিলেন। বর্ষায় রবীন্দ্রনাথের বর্ষার গানগুলো মোহাছান্ন হয়ে শুনেন তারা।
সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাভেলের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন চৈতন্য প্রকাশনের স্বত্বাধিকারী রাজীব চৌধুরী। পরে পশ্চিমবঙ্গের রবীন্দ্র গবেষক পীতম সেনগুপ্ত মাইক্রোফোন নিয়ে আবৃত্তির ঢঙে রবীন্দ্রনাথের বর্ষার বন্দনায় মাতেন। রবি ঠাকুরের বর্ষার গানের ভিতর-বাহিরের সুলুক সন্ধান করে করে তিনি গানে গানে এগিয়ে দেন শিল্পী জয়ীতা তিথিকে।
জয়ীতার পরিশীলিত মধুর কণ্ঠে শুরু করেন, ‘বহুযুগের ওপার হতে আষাঢ় এলো’ দিয়ে। রবীন্দ্র অনুরাগীরা গানটি উপভোগ করেন পিনপতন নীরবতায়। সুনামগঞ্জের আসমানে যখন মেঘ ডমরু বাজাচ্ছে তখন জয়ীতা গান শেষ করেন ‘মেঘের পরে মেঘ জমেছে’ দিয়ে। শেষ গানের পর বোদ্ধা শ্রোতারা শিল্পী ও উপস্থাপককে হাততালি দিয়ে অভিনন্দন জানান।
মাঝখানে আরো ৫টি গান করেন শিল্পী জয়ীতা তিথি। প্রতিটি গানেরই মর্মকথা ও রচনার প্রসঙ্গকথা তুলে ধনের গবেষক পীতম সেনগুপ্ত।
বরষার গানের সঙ্গে গবেষকের পরিবেশনা এক অন্যরকম দ্যোতনা দেয় শ্রোতাদের মনে। জয়ীতা তিথি একে একে পরিবেশন করেন ‘কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী-তিমিরও অবগুণ্ঠনে’, ‘ওই মালতি লতা দোলে, পিয়ালও তরুর কোলে’, ‘আজি ঝরো ঝরো মুখরও বাদল দিনে’, ‘ছায়া ঘনায়েছে বনে বনে’।
অনুষ্ঠান শেষে রবীন্দ্র অনুরাগীরা রবীন্দ্রনাথের বরষার গানের এই ব্যতিক্রমী পরিবেশনার প্রশংসা করেন। তারা আয়োজক চৈতন্য প্রকাশন ও সুনামগঞ্জ শিল্পকলা একাডেমিকেও এমন নান্দনিক আয়োজনের আহ্বান জানান।
অনুষ্ঠান শুরুর আগে পশ্চিমবঙ্গের বিশিষ্ট রবীন্দ্র গবেষক পীতম সেনগুপ্ত ও শিল্পী জয়ীতা তিথিকে চৈতন্যের পক্ষ থেকে উত্তরীয় পড়িয়ে দেন সুধীজন। শেষে সুনামগঞ্জ শিল্পকলা একাডেমির প্রকাশনা স্মারকও তাদের হাতে তুলে দেওয়া হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com