স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ যুব মহিলা লীগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টায় সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না ও সাধারণ সম্পাদক এবং বিশ^ম্ভরপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত মরিয়মের নেতৃত্বে একটি আনন্দ র্যালি শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ। পরে ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাত মরিয়মের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা কমিটির সহ অর্থ সম্পাদক সানজানা রায়হান প্রমিশা, সদস্য রীনা বেগম, খুশনুর বেগম, সদরের সদস্য রাশিদা বেগম, শিপা বেগম, আছমা বেগম, জামালগঞ্জ উপজেলা কমিটির সভাপতি শাহানা আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফা বেগম, বিশ্বম্ভরপুর উপজেলা কমিটির সভাপতি ফুল মালা প্রমুখ।
সুনামগঞ্জ জেলা যুব মহিলা লীগের সভাপতি সানজিদা নাসরিন দিনা ডায়না বলেন, বাংলাদেশ যুব মহিলা লীগের নেতাকর্মীরা বাংলাদেশের যেকোন ক্রান্তিকালে রাজপথে থেকে যেকোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করে জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে। আগামীতে ও বিএনপি জামায়াতের যেকোন ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে থেকে মোকাবিলা করার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।