শহীদনূর আহমেদ ::
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল ও সক্রিয় করতে নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করছে বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ। শীঘ্রই ঘোষণা হতে পারে সম্মেলন দিন-তারিখ। তৃণমূলের নেতৃত্বকে প্রাধান্য দিয়েই নতুন নেতৃত্ব বাছাই করা হবে। বুধবার (১২ জুন) রাতে দৈনিক সুনামকণ্ঠকে এমনটাই জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের বর্তমান কমিটি স¤পর্কে সাদ্দাম হোসেন বলেন, সুনামগঞ্জের কমিটি দীর্ঘদিন হয়েগেছে। এর কার্যক্রম গতিশীল করা প্রয়োজন। সংগঠনকে সক্রিয় করতে আশু পদক্ষেপ গ্রহণ করা হবে। দ্রুতই সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠনে উদ্যোগ গ্রহণ করা হবে। নতুন কমিটিতে ত্যাগী ও তৃণমূলের পরীক্ষিত নেতাকর্মীদের প্রাধান্য দেয়ার কথা জানান তিনি।
উল্লেখ্য, ২০১৮ সালের ২৪ এপ্রিল দীপঙ্কর কান্তি দে-কে সভাপতি ও আশিকুর রহমান রিপনকে সাধারণ স¤পাদক করে ৩০ সদস্যবিশিষ্ট সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। কমিটি গঠনের ৪ বছর পর ২০২২ সালের ২৬ এপ্রিল ২৯৩ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন সংগঠনটি। যে কমিটিতে ৭৭ জন সহ-সভাপতি, ১১ জন যুগ্ম স¤পাদক ও ৩৩ জন সহ-স¤পাদকসহ বিভিন্ন স¤পাদকীয় পদে একাধিক নেতাকে দেয়া হয় নতুন দায়িত্ব। কমিটি গঠনের পরে বিশাল সংখ্যক নেতাকর্মী সরব উপস্থিতি দেখা গেলেও অভ্যন্তরীণ কোন্দলে ধীরে ধীরে স্থবিরতা দেখা দেয় সাংগঠনিক কার্যক্রমে। বর্তমান কমিটি দীর্ঘ ৬ বছরে জেলার ৯ উপজেলা কমিটি গঠন করলেও দিরাই, শাল্লা, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ এই ৪ উপজেলায় নতুন নেতৃত্ব তৈরিতে ব্যর্থ হয়। এ নিয়ে তৃণমূল নেতাকর্মীর মধ্যে আলোচনা-সমালোচনার জন্ম হয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী জেলা কমিটির মেয়াদ ২ বছর মেয়াদী হলেও পুরাতন নেতৃত্বে ৬ বছর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হওয়ায় রয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
এদিকে জেলা কমিটির সম্মেলন আয়োজনে কেন্দ্রীয় নেতাদের সাথে লবিংয়ে তৎপর রয়েছেন সংগঠনের দায়িত্বশীলরা। নেতৃত্ব গঠনে কেন্দ্রীয় নেতাদের সাথে সাক্ষাৎ করতে জেলা কমিটির সভাপতি ও সাধারণ স¤পাদক ঢাকায় অবস্থান করছেন বলে জানা যায়।
এ ব্যাপারে জানতে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে’র মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি লিখন আহমেদ বলেন, সভাপতি-সাধারণ স¤পাদক ঢাকায় অবস্থান করছেন। তারা হয়তো কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে দেখা করবেন। সম্মেলনের জন্যে নির্দেশনা আসতে পারে। আশা করছি জেলা ছাত্রলীগে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে।