ছাতক প্রতিনিধি ::
ছাতকে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ, বিএসএস ও এইচএসসি প্রোগ্রামের সমাপনী ক্লাস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গতকাল শুক্রবার দুপুরে ছাতক ডিগ্রী কলেজ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদের সভাপতিত্বে ও অধ্যাপক আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন নবনিযুক্ত উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাতকের আঞ্চলিক সমন্বয়কারী সিদ্দিকুর রহমান, শিক্ষক আনোয়ার হোসেন খান, পঙ্কজ কুমার সরকার, একেএম বাকির হোসেন হাওলাদার, ফখর উদ্দিন স্বপন, অমিত সরকার প্রমুখ।
সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।