স্টাফ রিপোর্টার ::
দিরাই-মদনপুর সড়কে বরযাত্রীবাহী বাস উল্টে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন। নিহত রাহুল সরকার (১৮) হবিগঞ্জ সদর থানার নাজিপুর এলাকার ভূষণ সরকারের পুত্র। সোমবার রাত ৮টার দিকে শান্তিগঞ্জ থানাধীন জয়কলস ইউনিয়নের গাগলী এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হবিগঞ্জ থেকে বরসহ অর্ধশতাধিক যাত্রী নিয়ে দিরাইয়ে বাসটি (ঢাকা মেট্রো-ব-১৪-২৭৬৬) আসছিল। দিরাই-মদনপুর সড়কের গাগলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এসময় যাত্রীদের অধিকাংশই অক্ষত অবস্থায় বের হয়ে আসলেও অন্তত ১৫ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে রাহুল সরকারকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, রাতে দুর্ঘটনার কবলে পড়ে ১০-১৫ জন হাসপাতালে আসেন। এদের মধ্যে রাহুল নামের এক তরুণ মারা যান। বাকি আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। অনেকেই হাসপাতালে ভর্তি রয়েছেন।
শান্তিগঞ্জ থানার ওসি মোক্তাদির হোসেন বলেন, হবিগঞ্জ থেকে আসা বরযাত্রী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন মারাগেছেন। পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালিয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।