1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৪:৫২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুকে শ্রদ্ধায় স্মরণ

  • আপডেট সময় সোমবার, ১৮ মার্চ, ২০২৪

স্টাফ রিপোর্টার ::
১০৪তম জন্মবার্ষিকীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন সুনামগঞ্জের আপামর মানুষ। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি নানা কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার সকালে শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, সুনামগঞ্জ পৌরসভা, সিভিল সার্জন, সদর উপজেলা প্রশাসন, সদর উপজেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি, জেলা সমাজসেবা কার্যালয়, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, নৌ-পুলিশ ফাঁড়ি, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়, বারটান সুনামগঞ্জ, জেলা শিশু একাডেমি, জেলা সহকারী শিক্ষক সমিতি, বিয়াম ল্যাবরেটরি স্কুল, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জেলা স্বেচ্ছাসেবক দল, কৃষি বিপণন অধিদপ্তর, সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল, আয়কর অফিস সুনামগঞ্জ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ, জাতীয় মহিলা সংস্থা, জেলা মহিলা আওয়ামী লীগ, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়, বাংলাদেশ ছাত্রলীগ, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, সুনামগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মুক্তি সংগ্রাম স্মৃতি ট্রাস্ট, প্রবাসী কল্যাণ ব্যাংক, যুব উন্নয়ন অধিদপ্তর, এনজিও আশা, বাংলাদেশ কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক, জেলা ঔষধ প্রশাসন, বন বিভাগ, এলজিইডি, শিক্ষা প্রকৌশল বিভাগ, গণপূর্ত বিভাগ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা পরিবার পরিকল্পনা বিভাগ, বাংলাদেশ কৃষক লীগ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠন।
পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ধরে, আনব হাসি সবার ঘরে’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। এতে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রাং, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. নজরুল ইসলাম সেফু, সাবেক সভাপতি অ্যাড. চাঁন মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল মোমেন, আবু সুফিয়ান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ স¤পাদক অ্যাড. শামসুল আবেদীন।
এ সময়ে জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আইনজীবী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com