1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
সোমবার, ০৬ মে ২০২৪, ১২:১০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

হোটেল ও স’মিল শ্রমিকদের স্মারকলিপি

  • আপডেট সময় শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সুনামগঞ্জ জেলা হোটেল, রেস্টুরেন্ট, মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়ন ও সুনামগঞ্জ সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘের উদ্যোগে জেলা প্রশাসক বরাবর পৃথক স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় সংগঠনের নেতৃবৃন্দ এই স্মারকলিপি প্রদান করেন।
মহান মে দিবস উপলক্ষে ১ মে সবেতনে ছুটি, ৮ ঘণ্টার উপর শ্রমের জন্য দ্বিগুণ মজুরি প্রদান, শ্রম আইনে নির্ধারিত ছুটি ভোগ করার সুবিধা দান, শ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, সার্ভিসবই সংরক্ষণ, উৎসব বোনাস ও ছুটি প্রদান, শ্রমিকদের জন্য স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ তৈরি, কথায় কথায় শ্রমিক ছাঁটাই ও হয়রানি বন্ধ ইত্যাদি দাবিতে এই স্মারকলিপি দেয়া হয়।
স্মারকলিপিতে সুনামগঞ্জের হোটেল, বেকারি ও স’মিলগুলোতে ব্যাপকভাবে শ্রম আইন লংঘনের উল্লেখ করে উপরোক্ত দাবিসমূহ মানার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয়। স্মারকলিপির অনুলিপি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক, সুনামগঞ্জ পৌরসভার মেয়র, সুনামগঞ্জের জেলা পুলিশ সুপার, সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, চেম্বার অব কমার্স, সুনামগঞ্জের সভাপতি, সুনামগঞ্জ হোটেল রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সুনামগঞ্জ স’মিল মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে দেয়া হয়েছে। – সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com