1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ১৮ মে ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

দিরাইয়ে জমে উঠেছে উপজেলা নির্বাচন

  • আপডেট সময় রবিবার, ৫ মে, ২০২৪

সামছুল ইসলাম সরদার ::
অবশেষে বৈশাখীর শেষ দিকে জমে উঠেছে দিরাই উপজেলা পরিষদ নির্বাচন। ভোটাররা ধানের মাঠে ছেড়ে জড়ো হচ্ছেন শহরের হোটেল রেস্তোরাঁয় ও গ্রামের দোকান টং দোকানে। জমেছে আড্ডা, চলছে চা, বিস্কুট, পান খাওয়ার ফাঁকে নির্বাচনী আলোচনা।
গ্রাম থেকে শহরে আসা রায়হান মিয়া বলেন, খালকো ধান কাটা শেষ অইছে। ইবার ধানও ভালা অইছে। হকলের মনে আনন্দ। অতোদিন ধান কাটা, মাড়া লইয়া হকল ব্যস্ত আছলা ভোট লইয়া মাতার সময় খেউর আছিলনা। ধান কাটা প্রায় শেষ, অনে বাজারো, গাঁও দোকানো, হখলখানো ভোটের মাত। তিন চারজন ভোট চাইয়া গেছইন যারে ভালা লাগে তারে ভোট দিমু। ভোটের আরও দুই তিন দিন বাকি আছে।
ব্যবসায়ী আজিজ মিয়া বলেন, বৈশাখী শুরুর পর বাজারে মানুষের সমাগম কম ছিল। এখন ধান কাটা প্রায় শেষ। গ্রামের লোকজন বাজারে আসতে শুরু করেছেন। দেরিতে হলেও এখন বাজারে নির্বাচনী আমেজ। হোটেল রেস্তোরাঁয় নির্বাচনী আলাপ। সবাই নিজ প্রার্থীর সাফাই গাওয়াতে ব্যস্ত। প্রার্থীদের মাইকের আওয়াজ শহরের অলিগলিতে। সব মিলিয়ে নির্বাচন শেষ মুহূর্তে জমে উঠেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com