1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৬:১২ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উন্নয়ন কার্যক্রম : শিক্ষাক্ষেত্রে এসেছে অভূতপূর্ব সাফল্য

  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টার ::
হাওরবেষ্টিত প্রান্তিক এলাকা সুনামগঞ্জ। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগসহ ইত্যাদি ক্ষেত্রে এখানে রয়েছে নানা সমস্যা। এসব সমস্যা থেকে উত্তরণে এবং হাওরবাসীর জীবনমান উন্নয়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। নেয়া হয়েছে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, কৃষি, ইনোভেশন, তথ্য-প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে পদক্ষেপ। বিশেষ করে এ জেলার পিছিয়ে পড়া শিক্ষাখাতের অগ্রগতিতে নেয়া হয়েছে নানা পদক্ষেপ। যার সুফল পাচ্ছেন সুনামগঞ্জবাসী। শিক্ষাক্ষেত্রে এসেছে অভূতপূর্ব সাফল্য।
সুনামগঞ্জ শিক্ষাক্ষেত্রে পিছিয়ে থাকার অন্যতম কারণ বন্যা, আগাম বন্যা, অতিবৃষ্টি, বজ্রপাত সহ নানা প্রাকৃতিক দূর্যোগ, দারির্দ্যতা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি। বর্ষাকালে হাওর এলাকয় অবস্থিত বেশিরভাগ গ্রামগুলো পানিতে ডুবে যায় অথবা দ্বীপের মত ভাসতে থাকে। এসময় ঝরেপড়ার হার বেশি। এছাড়া রয়েছে শিক্ষক স্বল্পতা। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত ১৩৯৯টি প্রধান শিক্ষকের পদের বিপরীতে শূন্য রয়েছে ৫৩৯টি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদিত ৬০৬৮টি সহকারি শিক্ষকের পদের বিপরীতে শূন্য রয়েছে ৮৫৩ টি। এ সমস্ত প্রতিকূলতার মাঝে শিক্ষার হার বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়ন, ঝরেপড়া রোধসহ সাক্ষরতার হার বৃদ্ধিকল্পে গত দু’বছরে সুনামগঞ্জ জেলা প্রশাসন নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় স্থাপন অন্যতম। সুনামগঞ্জের প্রতিবন্ধী শিশুদের শিক্ষা সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পুরাতন ক্রীড়া সংস্থা ভবনে একটি অস্থায়ী ক্যা¤পাসে স্থাপিত হয়েছে “সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়”। বিদ্যালয়ের স্থায়ী ক্যা¤পাসের জন্য শহরের পুরাতন জেলখানার পাশে প্রতীকী মূল্যে ৯ শতক জমি বন্দোবস্ত প্রদান করা হয়েছে। ইতোমধ্যে ১০ জন শিক্ষক এবং ৩৬ জন ছাত্র-ছাত্রী নিয়ে বিদ্যালয়টি শিক্ষা কার্যক্রম শুরু করেছে। ইতোমধ্যেই এ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীগণ বিভিন্ন অনুষ্ঠানে তাদের মেধার স্বাক্ষর রেখেছে। মহান বিজয় দিবস ২০১৬ এ শরীরচর্চা প্রদর্শনীতে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ১ম স্থান এবং কুচকাওয়াজে ২য় স্থান অর্জন করেছে। তারা প্রমাণ করেছে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে নিজ মেধারগুণে তারাও পারে কিছু করে দেখাতে।
শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দ দিচ্ছে জেলা প্রশাসন। ১হাজার টির বেশি স্কুলে মাল্টিমিডিয়া ক্লাশ রুম চালু, সোলার প্যানেল স্থাপন, নৌকা সরবরাহ, স্বাস্থ্য বিষয়ক ডাটাবেজ সৃষ্টি, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও ঔষধ সরবরাহ, বিদ্যালয়ের রাস্তায় কলভার্ট নির্মাণ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, স্কুল ড্রেস, টুথপেস্ট, টুথব্রাশ, পেন্সিল, বিতরণ, শ্রেণি কক্ষ মেরামত, ল্যাপটপ, ডেস্কটপ, চেয়ার-টেবিল ও বেঞ্চ, সরবরাহ, নলকূপ স্থাপন, মাটি ভরাট, বিদ্যালয়ে গার্ড ওয়াল নির্মাণ, ল্যাট্রিন স্থাপন, আসবাবপত্র সরবরাহ, অত্যাধুনিক বাস্কেট বল গ্রাউন্ড নির্মাণ, শিক্ষা উপকরণ সরবরাহ, হেল্থ কিট বিতরণ ইত্যাদি নানাবিধ উন্নয়ন কাজে বরাদ্দ প্রদান, তত্ত্বাবধান ও উন্নয়নে প্রত্যক্ষভাবে স¤পৃক্ত থাকা হয়েছে। শুধু প্রাথমিক বিদ্যালয়ে গত দু’বছরে ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন (ভবন নির্মাণ, ভবন সংস্কার, রাস্তা পাকাকরণ, ভবন পুনঃনির্মাণ, মাটি ভরাট, নলকূপ স্থাপন, সোলার প্যানেল স্থাপন, দেয়াল নির্মাণ, গাইড ওয়াল স্থাপন ইত্যাদি) করা হয়েছে। এছাড়া ২২টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, দুটি শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সংযোগ, ১৪০টি বিদ্যালয়ে আসবাবপত্র সরবরাহ (বেঞ্চ, চেয়ার, টেবিল, ক¤িপউটার, ল্যাপটপ, আলমিরা, প্রজেক্টর, ক¤িপউটার ইত্যাদি), ২৩৫টি বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণ (স্কুল ড্রেস, ব্যাগ, পেন্সিল বক্স, নেইল কাটার, জ্যামিতি বক্স ইত্যাদি), ৩টি বিদ্যালয়ে নৌকা সরবরাহ, ৪৫টি বিদালয়ে স্বাস্থ্য উপকরণ (টুথপেস্ট, টুথব্রাশ, স্বাস্থ্য পরীক্ষা, ঔষধ সরবরাহ), ২০টি বিদ্যালয়ে গাছের চারা বিতরণ, ১৮টি বিদ্যালয়ে অন্যান্য উন্নয়, ৭টি বিদ্যালয়ে মিড ডে মিল চালু, ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে কাব দল গঠন করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ে বাস্কেট বল গ্রাউন্ড নির্মাণও করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। এতে ব্যয় হয়েছে ২ কোটি ৫১ লক্ষ ৪২ হাজার ৬শ টাকা। চাল/গম বরাদ্দের পরিমাণ ১১৮.৪৭৫ মে.টন।
শুধু শিক্ষা প্রতিষ্ঠানে বরাদ্দই নয়। জেলা প্রশাসনের কর্মকর্তারা নিয়মিত বিদ্যালয়গুলো পরিদর্শন করছেন। ২০১৪ সালের জুলাই হতে ২০১৬ সালের আগস্ট পর্যন্ত জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম ২৬৮ বিদ্যালয়, অতিরিক্ত জেলা প্রশাসকগণ ৫১১টি বিদ্যালয়, উপজেলা নির্বাহী অফিসারগণ ১০৪৯টি বিদ্যালয় দর্শন এবং পরিদর্শন করেছেন।
সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের মিডিয়া সেল জানায়, ৯০টি প্রাথমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু হয়েছে। প্রক্রিয়াধীন রয়েছে আরো ৩০টি বিদ্যালয়ে। এছাড়া ২১২ টি মাধ্যমিক বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু রয়েছে। ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি উদ্যোগে ৩,২৯৭ জন ছাত্রছাত্রীর মধ্যে মিড ডে মিল চলমান রয়েছে। পর্যায়ক্রমে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল চালু করার লক্ষ্যে কাজ চলমান রয়েছে। ১৯০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮,০৩৯ জন ছাত্র -ছাত্রীর মধ্যে স্কুল ফিডিং কার্যক্রম চলমান।
এছাড়া কলেজ/বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের কাছে মুক্তিযুদ্ধের গল্প বলেন মুক্তিযোদ্ধাগণ। প্রতিমাসে বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের গল্পবলা আসরের আয়োজন করা হয়। এতে ছাত্র-ছাত্রীগণ মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস স¤পর্কে জানতে পারছে। পাশাপাশি দেশপ্রেমে বলীয়ান হয়ে ভবিষ্যৎ সমৃদ্ধ বাংলাদেশ গড়তে তারা বীরমুক্তিযোদ্ধাদের দ্বারা অনুপ্রাণিত হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com