1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সুনামকণ্ঠ ৩ বছরে : বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য অনুষ্ঠান

  • আপডেট সময় সোমবার, ২ জানুয়ারী, ২০১৭

সুনামকণ্ঠ ডেস্ক ::
দৈনিক সুনামকণ্ঠ’র দুই বছর পূর্তি ও ৩য় বছরে পদার্পণ উপলক্ষে বিভিন্ন উপজেলায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার বিকেলে জামালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মো. হাবিবুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক সুনামকণ্ঠে’র স্টাফ রিপোর্টার ও জামালগঞ্জ প্রেসক্লাব সভাপতি অঞ্জন পুরকায়স্থ।
দৈনিক সুনামকণ্ঠের ভ্রাম্যমাণ প্রতিনিধি সাইফ উল্লাহ’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল আলম ভুঁইয়া, বাংলাদেশ মহিলা পরিষদ জামালগঞ্জ শাখার সভাপতি শেখ আয়শা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী পঙ্কজ পাল চৌধুরী, জামালগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সাংবাদিক ফোরাম সভাপতি ওয়ালী উল্লাহ্ সরকার।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সাংবাদিক জিয়াউর রহমান, প্রেসক্লাব কোষাধ্যক্ষ আখতারুজামান তালুকদার, সদস্য বাদল কৃষ্ণ দাস, ফেনারবাক ইউপি সচিব অজিত কুমার রায়, ইউপি সদস্য আলী আক্কাস মুরাদ, ইউপি সদস্য রফিকুল ইসলাম রানা, জামালগঞ্জ উপজেলা সংবাদপত্র পরিবেশক আমির হোসেন আমু প্রমুখ।
বক্তারা বলেন, পত্রিকা হচ্ছে জাতির দর্পণ। আয়নায় যেভাবে মানুষ তার নিজের চেহারা দেখতে পান, ঠিক সেভাবেই আমরা দেশের সমস্ত চিত্র দেখতে পাই। যারা পত্রিকায় কাজ করেন তাদেরকে আমরা বলি জাতির বিবেক। বিবেকবান ব্যক্তিরা তাদের সুনিপুণ বিবেক দিয়ে, দেশ ও জাতির জন্য মমত্ববোধ নিয়ে কাজ করেন তারা স্মরণীয় হয়ে থাকবেন। বক্তারা আরো বলেন, দৈনিক সুনামকণ্ঠ জেলার একটি সমাদৃত ও গ্রহণযোগ্য পত্রিকা। সুনামকণ্ঠ’র প্রকাশনা যুগ যুগ ধরে অব্যাহত থাকুক।
জগন্নাথপুরে দৈনিক সুনামকণ্ঠ’র তৃতীয় বর্ষে পদার্পণ উপলক্ষে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রোববার দুপুরে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সুনামকণ্ঠের জগন্নাথপুর প্রতিনিধি মো. শাহজাহান মিয়ার উদ্যোগে স্থানীয় পৌর পয়েন্টে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র‌্যালিতে সুনামগঞ্জ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য মাহতাবুল হাসান সমুজ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক, পৌর কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্না, তাজিবুর রহমান, দিপক গোপ, নারী কাউন্সিলর মিনা রাণী পাল, উপজেলা আ.লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক বিজন কুমার দেব, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, যুবলীগ নেতা ও ব্যবসায়ী শশীকান্ত গোপ, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, ছাত্রলীগ নেতা মুরাদ আহমদ, ব্যবসায়ী আবু লেইছ, আবু খালেদ, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়া, সদস্য আলী আছগর ইমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব ভবনে সুনামকণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।
ছাতকে দৈনিক সুনামকণ্ঠ’র ২য় বষপূর্র্তি ও ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে ছাতক প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক সুনামকণ্ঠ’র ছাতক উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী।
ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শেখ হাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার্স ইনচার্জ আশেক সুজা মামুন, প্রেসক্লাবের উপদেষ্টা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, পৌরসভার প্যানেল মেয়র আখলাকুল আম্বিয়া সোহাগ, কাউন্সিলর দেলোয়ার হোসেন, বাগবাড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শাহিন চৌধুরী।
বক্তব্য রাখেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, সদস্য অসিত কুমার দাস, সাংবাদিক আমিনুল ইসলাম আজির, তমাল পোদ্দার, রবিউল ইসলাম তারেক, সাবেক ইউপি সদস্য সমরুজ আলী, দিলোয়ার হোসেন, আব্দুল আওয়াল, মনির উদ্দিন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সুনামকণ্ঠ’র ছাতক উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী।
এদিকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সুনামকণ্ঠ পাঠক ফোরাম, গণিগঞ্জ বাজার শাখার উদ্যোগে দৈনিক সুনামকণ্ঠ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার দুপুরে স্থানীয় আসমা মেডিকেল সেন্টারে আলোচনা সভার আয়োজন করা হয়। ডা. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং পাঠক ফোরামের সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম জয়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা ও সাহিত্য সম্পাদক ফয়সল ইসলাম, পাথারিয়া বাজার বণিক সমিতির উদ্যোক্তা জিয়াউর রহমান, সহ সভাপতি ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাব্বির আহমদ, এনামুর রশিদ ইমন, আবুল হাসান, দুলাল মিয়া, আনফর আলী, জাবের উদ্দিন, সালমান আহমদ, মদরিছ মিয়া, হাফিজুর রহমান প্রমুখ।
বক্তারা সুনামকণ্ঠর সফলতা কামনা করে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com