1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ০৩ মে ২০২৪, ০৭:৪৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

অরক্ষিত হালির হাওর

  • আপডেট সময় বুধবার, ৮ মার্চ, ২০১৭

জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জের হালির হাওরের অধিকাংশ বেড়ি বাঁধ নির্মাণ কাজ এখনো শেষ হয়নি। ফলে উৎকণ্ঠায় দিন কাটছে কৃষকদের।
স্থানীয়রা জানান, হালির হাওরের ভয়ংকর বাঁধ, সুন্দরপুরের কালিবাড়ি বাঁধের কাজ সবে মাত্র শুরু হয়েছে। এছাড়া সুইচ্ছার খাল, ডাকাত খালি, হারারকান্দি, কেচকিমারা, মাহমুদপুরের খাল, লেংটির খাড়া, কসমা বিলের খাল, বারকুঁড়ির খাল, ঝালোখালির খাল, মহালিয়ার খালসহ অনেকগুলো খালে এখনও মাটি ভরাটের কাজ হয়নি।
হালির হাওর পাড়ের কৃষক উজির মিয়া জানান, বাঁধের কাজ শেষ না হওয়ায় আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। গতবারেও ঢলের পানি বাঁধ ভেঙে ধান গেছে। এবারো যদি আমরা ফসল হারাই, তবে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।
জানা যায়, বেহেলী ইউপি চেয়ারম্যান অসীম তালুকদার নিজেই একজন পিআইসি হয়েও সুন্দরপুরের কালিবাড়ি বাঁধের কাজ এখনো সম্পন্ন করেননি।
এদিকে স্থানীয় কৃষকরা পাউবোর এসও, এসডিও ও পিআইসি’র উপর ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, পাউবো’র সংশ্লিষ্ট কর্মকর্তা, ঠিকাদার, পিআইসির অনিয়ম আর গাফিলতির জন্যই বার বার কৃষক ফসল হারান। টেকসই বাঁধ নির্মাণ করা হলে কৃষক ফসল হারাতেন না। বাঁধের কাজে সব সময়ই অনিয়ম হয়ে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি কাজ সমাপ্ত হওয়া কথা থাকলেও এখন পর্যন্ত অধিকাংশ বাঁধ নির্মাণ হয়নি। তারা দ্রুত বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com