স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের উকিল পাড়ায় ফারজানা স্টোরে চুরির ঘটনা ঘটেছে। বৃহ¯পতিবার দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
দোকানি রুবেল আহমেদ জানান, আমি বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে চলে যাই। পরদিন শুক্রবার সকালে এসে দেখত পাই আমার দোকানের টিনের চাল কাটা। মালামাল এলোমেলোভাবে পড়ে আছে। দোকান থেকে দামি পণ্য, মোবাইলসহ অনেক কিছু নিয়ে গেছে চোরেরা। এতে আমার প্রায় এক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
উকিলপাড়ায় মুদি দোকানে চুরি

Leave a Reply