1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১১:০০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

লোকসভা নির্বাচন : বিজেপি জয়ী ৩০৩ আসনে, কংগ্রেসের আসন ৫২

  • আপডেট সময় শনিবার, ২৫ মে, ২০১৯

সুনামকণ্ঠ ডেস্ক ::
বিপুল বিক্রমে আবারও ভারতের ক্ষমতায় এসেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। বিজেপি একাই ৩০৩টি আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ভারতের পার্লামেন্টের নি¤œকক্ষ লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে তামিলনাড়–র একটি বাদে সবকটি আসনে এবার নির্বাচন হয়েছে। সরকার গঠনের জন্য কোনো দল বা জোটকে পেতে হয় ২৭২টি আসন। গতবার বিজেপি ২৮২ আসনে জয়লাভ করেছিল। আর তাদের জোট এনডিএ পেয়েছিল ৩৩৬টি আসন।
এবারের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপিকে হারাতে একাট্টা হয়েছিল বিভিন্ন আঞ্চলিক দল, কংগ্রেস তো ছিলই।
বিশেষ করে ভোটের প্রচারে রাহুল গান্ধী, পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদীর কথার লড়াই বেশ জমে উঠেছিল। কিন্তু সব বাক্যবাণকে পেছনে ফেলে শেষতক মোদী ম্যাজিকেই বাজিমাত করেছে বিজেপি।
কংগ্রেস গত বারের তুলনায় আটটি আসন বেশি পেলেও নির্বাচনে ভরাডুবি আটকাতে পারেনি। ভারতের শতাব্দী প্রাচীন এই দলটি এবার ৫২ আসনে জিতেছে, গতবার তারা ৪৪ আসন পেয়ছিল। যা ছিল ভারতীয় উপমহাদেশের সবচেয়ে পুরনো এ দলের ইতিহাসে সবচেয়ে বাজে পরাজয়।
এছাড়া এবার পশ্চিমবঙ্গের দল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ২২টি আসনে জয়লাভ করেছে। এনডিএ জোটের দল শিবসেনা ১৮টি আসনে জিতেছে। গতবারও দলটির আসন সংখ্যা একই ছিল।
এছাড়া, এবার এম করুণানিধি মুথুবেলের দল দ্রাভিদা মুন্নেত্রা কাঝাঘাম ২৩টি, যুবজন শ্রমিক রিথু কংগ্রেস পার্টি ২২টি, জনতা দল (ইউনাইটেড) ১৬টি, বিজু জনতা দল ১২টি, বহুজন সমাজ পার্টি ১০টি, তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি ৯টি এবং লোক জন শক্তি পার্টি ৬টি আসনে জয়লাভ করেছে।
অন্যান্য সেসব দল এবার লোকসভায় প্রতিনিধি পাঠাতে যাচ্ছে:
আম আদমি পার্টি ১টি, এজেএসইউ পার্টি ১টি, অল ইন্ডিয়া আন্না দ্রাভিড়া মুন্নেত্রা কাঝাঘাম (এডিএমকে) ১টি, অল ইন্ডিয়া মজলিস ই-ইত্তেহাদুল মুসলিমিন ২টি, অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমক্রেটিক ফ্রন্ট ১টি, কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া (সিপিআই) ২টি, কমিউনিস্ট পার্টি ইন্ডিয়া (সিপিএম) ৩টি, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিমলীগ ৩টি, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ৩টি, জনতা দল (সেকুলার) ১টি, ঝাড়খ- মুক্তি মার্চ ১টি, কেরালা কংগ্রেস (এম) ১টি, মিজো ন্যাশনাল ফ্রন্ট ১টি, নাগা পিপলস পার্টি ১টি, ন্যাশনাল পিপলস পার্টি ১টি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি ৫টি, ন্যাশনালিস্ট ডেমক্রেটিক প্রগ্রেসিভ পার্টি ১টি, রেভল্যুশনারি সোস্যালিস্ট পার্টি ১টি, সমাজবাদী পার্টি ৫টি, শিরোমনি আকালি দল ২টি, সিকিম ক্রান্তিকারি মোর্চ ১টি, তেলুগু দেসাম ৩টি এবং অন্যান্য ৮টি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com