1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বিশ্বকাপের বাঁশি – ৯ : শুরু হল গ্রুপ পর্বের চূড়ান্ত লড়াই

  • আপডেট সময় সোমবার, ২৫ জুন, ২০১৮

মোঃ শাহাদত হোসেন
বিশ্বকাপের ৩২টি ম্যাচ হয়ে গেল। এরই মধ্যে কোন কোন দল দ্বিতীয় রাউন্ডে উঠা নিশ্চিত করেছে। আবার অনেক দলের দ্বিতীয় রাউন্ডে উঠা এখনো অনিশ্চিত, যা তাদের শেষ খেলার ফলাফলের উপর নির্ভরশীল। কারো কারো আবার শুধু নিজেদের খেলা নয়, গ্রুপের অন্য দু’দলের খেলার ফলাফলের উপরও নিজেদের ভাগ্য নির্ভর করছে।
১৯৯৮ সাল থেকে বিশ্বকাপে ৩২টি দল খেলছে। ৮টি গ্রুপের প্রতিটিতে থাকে ৪টি করে দল। প্রথম রাউন্ডে গ্রুপের প্রতিটি দল পরস্পরের সাথে তিনটি খেলা খেলে। প্রতি খেলায় বিজয়ী দল পায় তিন পয়েন্ট, পরাজিত দল কোন পয়েন্ট পায় না। খেলা ড্র হলে উভয় দল এক পয়েন্ট করে পায়। গ্রুপের সর্বোচ্চ পয়েন্টধারী দু’দল দ্বিতীয় রাউন্ডে (নকআউট পর্ব) খেলার সুযোগ পায়। অর্থাৎ দ্বিতীয় রাউন্ড খেলবে ১৬টি দল। এরমধ্যে বিজয়ী ৮টি দল খেলবে কোয়ার্টার ফাইনাল, আর কোয়ার্টার ফাইনালের বিজয়ী ৪টি দল নিয়ে হবে সেমি ফাইনাল। সেমি ফাইনালের পরাজিত ২ দল খেলে তৃতীয় স্থানের জন্যে, বিজয়ী ২ দল খেলে চ্যাম্পিয়ন হওয়ার জন্যে।
গতকাল পর্যন্ত প্রতিটি দলের দুটি করে খেলা শেষ হয়ে গেছে। দুটি খেলা খেলেই অনেক দল দ্বিতীয় রাউন্ডে উঠা নিশ্চিত করেছে। কিন্তু যারা এখনো দ্বিতীয় রাউন্ডে উঠা নিশ্চিত করতে পারেনি, তাদের জন্যে তৃতীয় ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। আবার যেসব দলের দ্বিতীয় রাউন্ডে উঠা শুধু নিজের দলের জয়ী হওয়ার উপর নয়, অন্য দলের ফলাফলের উপরও নির্ভর করে, তাদের জন্যে তো বিষয়টা আরো দুরূহ।
সেজন্যে প্রথম রাউন্ডে প্রতিটি গ্রুপের দলের তৃতীয় দুটি খেলা অনুষ্ঠিত হয় একই তারিখ ও সময়ে। যেন কোন দল অন্য দলের ফলাফল দ্বারা প্রভাবিত হতে না পারে। সেজন্যেই আজ ‘এ’ গ্রুপের রাশিয়া-উরুগুয়ে ও মিসর-সৌদি আরব ম্যাচ দুটি একই সময়ে অর্থাৎ বাংলাদেশ সময় রাত আটটায় শুরু হবে। অন্যদিকে ‘বি’ গ্রুপের পর্তুগাল-ইরান ও স্পেন-মরক্কোর ম্যাচ দুটি শুরু হবে রাত ১২টায়। যদিও গ্রুপ ‘এ’ থেকে রাশিয়া ও উরুগুয়ে ইতিমধ্যেই দ্বিতীয় রাউন্ডে উঠা নিশ্চিত করেছে, তাই রাশিয়া-উরুগুয়ের ম্যাচটা মূলত আজ গ্রুপে সেরা হওয়ার লড়াই।
কিন্তু গ্রুপ ‘বি’ থেকে কারা দ্বিতীয় রাউন্ডে যাবে, তা নির্ভর করে অনেকগুলো ‘যদি’র উপর। তবে সবার দৃষ্টি থাকবে পর্তুগাল-ইরান ম্যাচের প্রতি। কেননা ইতিমধ্যে দুই ম্যাচে চার গোল করে পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে আছেন। দুই ম্যাচে তিন গোল করে রাশিয়ার দেনিস চেরিশেভ এবং তিন গোল করে স্পেনের দিয়েগো কস্তা তাঁর নিকটেই আছেন।
এ বিশ্বকাপে অঘটন তো ঘটছেই। ইতিমধ্যে টপ ফেভারিট ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনা প্রতিপক্ষের কাছে হোচট খেয়েছে। সুতরাং সেরকম কোন অঘটন ঘটে ফেভারিট পর্তুগাল যদি ইরানের কাছে হেরে যায়, তাহলে এশিয়ার প্রথম দেশ হিসেবে ইরানও প্রথমবারের মত দ্বিতীয় রাউন্ডে চলে যেতে পারে। সেক্ষেত্রে স্পেন বা পর্তুগালের দ্বিতীয় রাউন্ডে উঠা নির্ভর করবে একই সময়ে অনুষ্ঠিত স্পেন-মরক্কো খেলার ফলাফলের উপর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com