1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

ফসলরক্ষা বাঁধে ভাঙন : ধর্মপাশায় তলিয়ে গেছে বোরো জমি

  • আপডেট সময় রবিবার, ২৪ এপ্রিল, ২০১৬

ধর্মপাশা প্রতিনিধি ::
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে ধর্মপাশা উপজেলার কুদাল্লিয়া হাওরে গত শুক্রবার সকাল থেকে পানি ঢুকতে শুরু করায় ওই হাওরের ১৪৮একর বোরো জমির পাকা ও আধপাকা ধান পানিতে তলিয়ে গেছে। উপজেলার জয়শ্রী ইউনিয়নের গাগলাখালি ফসলরক্ষা বাঁধটি গত সোমবার সকালে ভেঙে যাওয়ায় এই হাওরে ফসলডুবির ঘটনা ঘটেছে বলে কৃষকেরা জানিয়েছেন। এছাড়াও ফসলরক্ষা বাঁধ ভেঙে একের পর এক হাওরে ফসলডুবির ঘটনা ঘটতে থাকায় এ নিয়ে কৃষকদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকাল ১০টার দিকে উপজেলার জয়শ্রী ইউনিয়নের গাগলাখালি ফসলরক্ষা বাঁধটি ভেঙে যায়। এতে করে এখানকার ছোট-বড় বেশ কয়েকটি হাওরের বোরো জমির পাকা ও আধপাকা ধান পানিতে তলিয়ে যায়। ওই পানিই শুক্রবার সকাল থেকে কুদাল্লিয়া হাওরের একটি অংশ দিয়ে ঢুকতে শুরু করে। এই হাওরটিতে চলতি বোরো মৌসুমে ৪৯৪ একর বোরো জমিতে ধান আবাদ করা হয়েছিল। হাওরের একদিকে পানি ঢুকতে শুরু করলেও এই অবস্থার মধ্যেই কৃষকেরা নিরুপায় হয়ে জমির পাকা ও আধপাকা ধান কাটতে শুরু করেন। গতকাল শনিবার সকাল পর্যন্ত কৃষকেরা ওই হাওরের ৩৪৬একর বোরো জমির ধান কেটে নিয়েছেন। কুদাল্লিয়া হাওরের বাকি ১৪৮একর বোরো জমির পাকা ও আধপাকা ধান পানিতে তলিয়ে গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা শোয়েব আহমেদ বলেন, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির চাপে ফসলরক্ষা বাঁধ ভেঙে এ উপজেলায় এখন পর্যন্ত ৪ হাজার ৯১৫ হেক্টর বোরো জমির পাকা ও আধপাকা ধান পানিতে তলিয়ে গেছে। আবহাওয়া ভালো থাকলে ও পাহাড়ি ঢলের পানির চাপ আর না বাড়লে কর্তন না হওয়া অবশিষ্ট হাওরের বোরো ফসল কৃষকেরা নিশ্চিন্ত মনে তাঁদের ঘরে তুলতে পারবেন বলে আমি আশাবাদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com