1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

কৃষকের শঙ্কা কাটেনি : “আসমানে মেঘ দেখলে ভয় লাগে”

  • আপডেট সময় সোমবার, ২২ এপ্রিল, ২০২৪

সামছুল ইসলাম সরদার ::
হাওরপাড়ের নব্বই ভাগ মানুষের জীবন-জীবিকা জড়িয়ে রয়েছে বোরো ফসল ঘিরে। এবার আবহাওয়া অনুকূলে থাকায় বৈশাখের শুরুতেই সকল হাওরের ধান পাকতে শুরু করেছে। ফলনও ভালো। তবে একসাথে সকল ধান পেকে যাওয়ায় ধান কাটার শ্রমিক সংকটে পড়েছেন হাওরপাড়ের কৃষক।
দিরাইয়ের চাপতি হাওরপাড়ের কৃষক জুবায়ের আলম বলেন, প্রায় দুই হাল জমিন করেছিলাম। সকল ধান একসাথে পাকি গেছে। ধান কাটার লোক ও পায়রাম না। আসমানের হাজ দেখলে মনে বড় ভয় লাগে। আগে বিভিন্ন এলাকা তাইকা অনেক ধান কাটার লোক আইতো। অনে তারাও আইন না। ধান কাটা লইয়া খুব চিন্তায় আছি।
বরাম হাওরপাড়ের কৃষক লিটন মিয়া বলেন, আমরা প্রায় ৫ হাল জমিন করেছি। এক জাগা তাইকা ছয়জন ধান কাটার লোক আইনছি। সকল ধান একলগে পাকি যাওয়ায় বড় বিপদে আছি। ছয়জনে খয়কিয়ার খাটবো? ধান কাটার মেশিনও পাইতেছি না। হুনলাম সরকার অনেক ধান কাটার মিশিন দিছে ইতা গেলো কোয়াই।
দিরাই উপজেলা কৃষি কর্মকর্তা মনোরঞ্জন অধিকারী বলেন, এবার দিরাই উপজেলার হাওরগুলোতে ৩০ হাজার ১৯২ হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধানের চাষ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় বা¤পার ফলনও হয়েছে। ১৩৩টি হার্ভেস্টার মেশিন বিভিন্ন হাওরে ধান কাটছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে একহাজার চারশত এবং স্থানীয় সাতশ শ্রমিক ধান কাটছেন। আমাদের মনিটরিং অব্যাহত রয়েছে। আমরা আশাবাদী এমাসের ৩০ তারিখের মধ্যে সকল হাওরের ধান কাটা শেষ হয়ে যাবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com