1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বিশ্বম্ভরপুর, শান্তিগঞ্জে উন্মুক্ত বাজেট আলোচনা ও ওয়ার্ডসভা

  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

স্টাফ রিপোর্টার ::
বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ, শান্তিগঞ্জের পূর্ব পাগলা ও পাথারিয়া ইউনিয়নের উন্মুক্ত বাজেট ও ওয়ার্ডসভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইউনিয়ন ও ওয়ার্ডের স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পের ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিলেন।
সোমবার (২৯ মে) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের হলরুমে ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী। সংশ্লিষ্টরা ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেটে সামাজিক উন্নয়নে নারীদের বেশি বেশি অংশগ্রহণ এবং সুষ্ঠু সমাজবিকাশে নারীর ক্ষমতায়নের প্রতি অধিক গুরুত্ব দিয়ে সমবণ্টন নীতি প্রণয়নের আহ্বান জানান। এসময় এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পের ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিবৃন্দ সংশ্লিষ্ট ওয়ার্ডে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ঝুঁকি মোকাবেলা সংক্রান্ত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।
এদিকে একই দিনে শান্তিগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের উদ্যোগে নাজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ডসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ইউপি সদস্য মো. জাহিদুল ইসলাম। সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ডের স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পের ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। উন্মুক্ত আলোচনায় এলাকার সমস্যা চিহ্নিত করে তা সমাধানের আহ্বান জানান তারা।
অন্যদিকে ওইদিন শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়ন পরিষদের বার্ষিক উন্মুক্ত বাজেটসভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত বাজেটসভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল ইসলাম। এতে স্ট্যান্ডিং কমিটির সদস্যবৃন্দ, এফআইভিডিবি-আরইসিসি প্রকল্পের ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট কমিটির সদস্যবৃন্দসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনায় স্থানীয়দের মতামত লিপিবদ্ধ করে কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন ইউপি চেয়ারম্যান। অনুষ্ঠানে ইউনিয়নের ২০২৩-২০২৪ সনের বাজেট পেশ করেন সচিব মীরা চন্দ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com