1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা করার দাবি

  • আপডেট সময় বুধবার, ৩ মে, ২০২৩

সুনামকণ্ঠ ডেস্ক ::
সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচি থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০হাজার টাকা করার দাবি জানানো হয়।
সুনামগঞ্জ জেলা প্রশাসন :
মহান মে দিবস উপলক্ষে ‘মালিক-শ্রমিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজন কুমার সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মহি উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
জেলা জাসদ :
সুনামগঞ্জ জেলা জাসদের উদ্যোগে মহান মে দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জাসদের সভাপতি এনামুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও জেলা জাসদের প্রচার ও প্রকাশনা স¤পাদক শামীম আহমদ-এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা জাসদের সহ-সভাপতি জিতেশ গোপ, জেলা জাসদের সহ-সভাপতি মাহিন হোসেন, যুগ্ম-স¤পাদক অ্যাডভোকেট নুর হোসেন, সাংগঠনিক স¤পাদক বিদ্যুৎ কুমার দেব, সদস্য সেলিম আহমেদ, এরশাদ মিয়া, মুন্না মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, শ্রমিকদের ঘাম শুকানোর আগেই তার মজুরী পরিশোধ করা এবং শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ২০ হাজার টাকা করতে হবে।
ট্রেড ইউনিয়ন সংঘ :
ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে শহরের রায়পাড়াস্থ দলীয় কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে সমাবেশে মিলিত হয়।

ট্রেড ইউনিয়ন সংঘ সুনামগঞ্জ জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সুখেন্দু তালুকদার মিন্টুর সভাপতিত্বে ও সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ স¤পাদক শাহজাহান কবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি রতœাংকুর দাস জহর, কবি ও লেখক সৌরভ ভূষণ দে, সুনামগঞ্জ জেলা হোটেল রেস্টুরেন্ট মিষ্টি বেকারি শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, বারকি শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি নাসির মিয়া, সহ-সাধারণ স¤পাদক কাদির মিয়া, সমিল শ্রমিক সংঘ সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সিরাজ মিয়া, সাধারণ সম্পাদক মনির মিয়া, গণতান্ত্রিক মহিলা সমিতি জেলা কমিটির আহ্বায়ক দীপ্তি সরকার, দোকান শ্রমিক সংঘের সদস্য দিপক সরকার প্রমুখ।
রিকসা শ্রমিক ইউনিয়ন :
সুনামগঞ্জ রিকসা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শহরে র‌্যালি বের করা হয়। এছাড়া সোমবার সকালে শহর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করে সংগঠনটি। এতে সভাপতিত্ব করেন রিকসা শ্রমিক ইউনিয়নের সভাপতি অ্যাড. সালেহ আহমেদ। সংগঠনের সাধারন স¤পাদক সুবিমল চক্রবর্তী চন্দনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহ সভাপতি ওয়েসুল হক মাসুক, হারুনুর রশিদ, আব্দুল মান্নান, আইয়ুব আলী প্রমুখ।
জগন্নাথপুর :
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালন করা হয়েছে। ১ মে সোমবার জাতীয় শ্রমিকলীগ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক নুরুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব জগন্নাথপুর বাজার সেক্রেটারি জাহির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সভাপতি ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া। প্রধান বক্তার বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী।
বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক হুমায়ূন কবির ফরিদী, যুবলীগ নেতা লিটন মিয়া, উপজেলা শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক বশির আহমদ আলফু, শরিফ হোসেন সিপন, তৈয়ব আলী ভান্ডারি, শমসর আলী, লাল মিয়া, তমির হোসেন, সদস্য ফজর আলী, বিপ্লব পাল, শাহিন মিয়া, আপ্তাব মিয়া, শফিক মিয়া, সৈয়দ জয়তুন মিয়া, জগন্নাথপুর উপজেলা মৎস্যজীবী লীগের যুগ্ম-আহ্বায়ক হরিপদ সরকার, বাবুল দাশ, পৌর শ্রমিক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহমদ, নিকলেশ বৈদ্য, উপজেলার মিরপুর ইউনিনের সভাপতি আনর মিয়া, শ্রমিক নেতা দেহার মিয়া, নানু মিয়া, আক্তার মিয়া প্রমুখ। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শরিফ হোসেন সিপন।
শ্রমিক দল :
মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল জেলা শাখার উদ্যোগে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এই সমাবেশ হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ স¤পাদক অ্যাড. নুরুল ইসলাম নুরুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপি;র সহ-সভাপতি নাদের আহমদ, জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকত।
সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান জামান ।সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মতিন। সমাবেশ সঞ্চালনা করেন মো. সালাহ উদ্দিন। সমাবেশের আগে আন্তর্জাতিক শ্রমিক দিবসের র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সহ-সভাপতি শওকত আলী, যুগ্ম স¤পাদক শফিউদ্দিন, আবুল কালাম, দেলোয়ার হোসেন ঝন্টু, সহ-স¤পাদক চেরাগ আলী, সাংগঠনিক স¤পাদক আব্দুস সোবহান, দপ্তর স¤পাদক মানিক মিয়া, সদর উপজেলা সাধারণ স¤পাদক আবদাল হোসেন, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ স¤পাদক নবী হোসেন, জেলা যুবদল নেতা কামরুল হাসান রাজু, মমিনুল হক কালাচান, মঈনউদ্দিন রিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের মনাজ্জির হোসেন, সোহেল মিয়া, অ্যাড. আহাদ জুয়েল, এ এস রিপন, কৃষক দলের সিরাজুল ইসলাম পলাশ, শাহ রাহুল, সাদিকুর রহমান, নাঈম আহমদ শিশির প্রমুখ। এছাড়াও জেলা শ্রমিক দল, উপজেলা ও পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লাফার্জ- হোলসিম শ্রমিক ইউনিয়ন :
ছাতকে মহান মে দিবস উপলক্ষে লাফার্জ-হোলসিম লিমিটেড শ্রমিক ইউনিয়ন (চট্ট-২৫৭৯)এর উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার লাফার্জ-হোলসিম কারখানার অভ্যন্তরে অবস্থিত শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের করা হয়। পরে শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভায় সভাপতিত্ব করেন লাফার্জ-হোলসিম বাংলাদেশ লিমিটেড সিবিএ সভাপতি তালুকদার আনোয়ার মাহমুদ।
সাংগঠনিক সম্পাদক সাফাতুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ, প্রচার সম্পাদক হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক আবু বক্কর সিদ্দিক, অর্থ সম্পাদক মমতাজুর রহমান খাঁন, ক্রীড়া সম্পাদক হেলাল আহমদ, শ্রমিক নেতা লাভলু মিয়া তালুকদার, নুরুল গণি, সিদ্দিক আহমেদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাজী আব্দুল হক।
দোকান কর্মচারী ট্রেড ইউনিয়ন :
সুনামগঞ্জ সদর উপজেলা দোকান কর্মচারী ট্রেড ইউনিয়নের উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার সুনামগঞ্জ সদর উপজেলা দোকান কর্মচারী-শ্রমিক ট্রেড ইউনিয়ন (রেজি নং সিলেট – ৪১) এর সভাপতি সিরাজুল হক ওলির সভাপতিত্বে অনুষ্ঠিত র‌্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা এম. হাসান আবেদ। ফেডারেশন জেলা সভাপতি অ্যাডভোকেট আবু হানিফ নোমান, সেμেটারি কুদরতে এলাহী মারুফ, সদর উপজেলা সভাপতি মতিউর রহমান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com