1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫২ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মধ্যরাতে অফিসার্স ক্লাবে জুয়া : তহশীলদারসহ চারজনের এক মাসের দণ্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০১৯

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ অফিসার্স ক্লাবে মধ্যরাতে জুয়া খেলার সময় এক তহশীলদারসহ প্রশাসনের হাতে হাতেনাতে আটক হওয়া চার জুয়াড়িকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার রাত সাড়ে ১২টায় সুনামগঞ্জ শহরের উকিলপাড়াস্থ অফিসার্স ক্লাব থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে জুয়া খেলার বিভিন্ন উপকরণ, জুয়ার বোর্ডে থাকা ৪ হাজার টাকাসহ নগদ ৩০ হাজার ৭২ টাকা জব্দ করা হয়।
আটকের পর ক্লাবে বেআইনিভাবে প্রবেশ ও জুয়া খেলার অপরাধে তাদের এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শরীফুল ইসলামসহ দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ থানা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (তহশীলদার) নিখিল চন্দ্র পুরকায়স্থ (৪৬), সদর উপজেলার পৈন্দা গ্রামের মৃত মহেন্দ্র দাসের ছেলে দলিল লেখক শ্যামল দাস (৪৮), দিরাই উপজেলার জগদল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে সুনামগঞ্জ বিসিকের এক্সটেনশন কর্মকর্তা আবুল কাসেম (৪৮) ও ব্রাহ্মণবাড়িয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের চিফ ইন্সট্রাক্টর নুরুল ইসলাম তালুকদার (৪৪)। এদের মধ্যে তহশীলদার নিখিল চন্দ্র পুরকায়স্থ জেলা ও দায়রা জজ আদালতে জামিন প্রার্থনা করলে আদালত তার আবেদন মঞ্জুর করেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন জানান, অফিসার্স ক্লাবে জুয়া খেলার অপরাধ আসামিরা স্বীকার করে নেয়ায় জুয়া আইন ১৮৬৭ এর ৪ ধারায় তাদেরকে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই মুহিত মিয়া জানান, রায় প্রদানের পর আসামিদের অফিসার্স ক্লাব হতে থানা হাজতে নেয়ার পর দুপুরে আদালতে তোলা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com