1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ০৪ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

পাউবো’র দুর্নীতির কারণে ফসলডুবির ঘটনায় মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭
dav

স্টাফ রিপোর্টার ::
পানি উন্নয়ন বোর্ডের অবহেলা, দুর্নীতি ও অনিয়মের কারণে বাঁধ ভেঙ্গে সুনামগঞ্জের বিভিন্ন হাওরের উঠতি বোরো ফসল তলিয়ে যাওয়ার ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সচেতন হাওরবাসী। মানববন্ধনে উপস্থিত সুধীজন এই ঘটনায় পানি উন্নয়ন বোর্ডসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে দায়ি করে তাদের শাস্তি দাবি করেন। পাশাপাশি দ্রুত হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার আহ্বান জানান।
সচেতন হাওরবাসী সুনামগঞ্জ-এর আয়োজনে ‘রুখে দাঁড়াও হাওরবাসী’ স্লোগানে রোববার দুপুরে সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার থেকে বাঁধের অভাবে ধর্মপাশার চন্দ্রসোনারথাল, মধ্যনগরের ঘুরমার, তাহিরপুরের সমসার, সন্যাসী, এরালিয়া কোনা, গনিয়াকুরি হাওরে পানি ঢুকে তলিয়ে গেছে প্রায় আড়াই হাজার একর বোরো জমি। আরো ৫টি হাওরের ফসল অরক্ষিত আছে।
সাংবাদিক বিন্দু তালুকদারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন লেখক কলামিস্ট অ্যাড. হোসেন তওফিক চৌধুরী, জেলা সিপিবির সভাপতি অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, লেখক ডা. মোরশেদ আলম, সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, আমরা হাওরবাসীর প্রধান সমন্বয়ক রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান আজাদ হোসেন বাবলু, প্রভাষক মশিউর রহমান, জেলা জাসদের সাধারণ সম্পদক সালেহীন চৌধুরী শুভ, সংস্কৃতিকর্মী সাংবাদিক শামস শামীম, দেওয়ান গিয়াস চৌধুরী, জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক রিংকু চৌধুরী, খেলাঘর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি তারেক চৌধুরী, সুনামগঞ্জ জাগরণী মুক্ত স্কাউটসের সহ সম্পাদক এ আহসান রাজীব, জেলা অ্যাকটিভ সিটিজেন ইয়ুথ লিডার্স-এর সভাপতি শহীদ নূর আহমেদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘পানি উন্নয়ন বোর্ডের অনিয়ম-দুর্নীতি ও অবহেলায় প্রতি বছর সুনামগঞ্জের হাওরের বোরো ফসল তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত হয় লাখো কৃষক। প্রতি বছর ক্ষতির পরিমাণ বাড়লেও কৃষকরা কোন সহায়তা পায় না। দুর্নীতিবাজ পাউবো, পিআইসির শাস্তি হচ্ছে না। ২৮ ফেব্রুয়ারি মধ্যে সকল হাওর রক্ষা বাঁধের কাজ শেষ করার নিয়ম থাকলে এখনো অনেক হাওরে বাঁধের কাজ শুরুই হয়নি। পাউবোর অনিয়ম-দুর্নীতির কারণে বাঁধে মাটি না ফেলায় হাওরের পানি ঢুকে বোরো ধান তলিয়ে যাচ্ছে। বাঁধের অভাবে ইতোমধ্যে ধর্মপাশার চন্দ্রসোনারথাল, মধ্যনগরের ঘুরমার, তাহিরপুরের সমসার, সন্যাসী, এরালিয়া কোনা, গনিয়াকুরি হাওরে পানি ঢুকে তলিয়ে গেছে উঠতি বোরো ফসল।
বক্তারা পাউবোর অনিয়ম-দুর্নীতি খোঁজে বের করতে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন ও অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত সকলের শাস্তির দাবি জানিয়ে বলেন, ‘হাওরের বোরো ফসল রক্ষায় প্রয়োজনে কৃষকদের সাথে নিয়ে পাউবো, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঘেরাও করা হবে।’
মানববন্ধনে উপস্থিত ছিলেন ঐক্য ন্যাপের প্রেসিডিয়াম মেম্বার মোহাম্মদ আব্দুল মুনোয়েম নেহেরু, দক্ষিণ সুনামগঞ্জের আব্দুল মজিদ কলেজের অধ্যক্ষ মো. রবিউল ইসলাম, কবি ইকবাল কাগজী, সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, সমাজসেবক অর্ধেন্দু ঘোষ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী সামাদ মুন্সি, সুনামগঞ্জ সংবাদপত্র পরিবেশক আব্দুল লতিফ, জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল আল আজাদ, জামালগঞ্জ উদীচী’র সভাপতি আকবর হোসেন, সংস্কৃতিকর্মী মানবেন্দ্র কর, জামালগঞ্জ সদরের ইউপি সদস্য জিয়াউর রহমান, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিন, সুনামগঞ্জ পৌর যুব লীগের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ দাসগুপ্ত বাপ্পী, যুবলীগ নেতা সৈয়দ ইমন, শিমন চৌধুরী, প্রথমআলো বন্ধুসভার সহ সভাপতি প্রদীপ কুমার পাল, জামালগঞ্জ শ্রমিক লীগ নেতা নুরুল আমিন, সুনামগঞ্জ কালচারাল ফোরামের সাধারণ সম্পাদক রিপন চন্দ, সুনামগঞ্জ জাগরণী মুক্ত স্কাউটস্ গ্রুপের সম্পাদক শামছুল আলম, প্রচার সম্পাদক মেহেদী হাসান, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাওন ভদ্র, দপ্তর সম্পাদক উজ্জ্বল তালুকদার, সদস্য রাজকুমার বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস, তামিম রায়হান, জুবের আলম সানি, লাভলী আক্তার, সাইফ আনোয়ার ফাহিম, এনি আক্তার, আল হাবিব, সাবিকুন নাহার মীম, অর্পা বেগম, মাহবুবা সুলতানা প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com