1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
শনিবার, ১১ মে ২০২৪, ১১:৩৫ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602
সংবাদ শিরোনাম
এক ওয়ার্ডের প্রার্থী পেয়েছেন আরেক ওয়ার্ডে চাকরি জন্মহার কমে যাওয়াকে ‘জাতীয় জরুরি অবস্থা’ বলছে দক্ষিণ কোরিয়া বিসিএসে পিছিয়ে নারীরা, ১০০ ক্যাডারে ৭৫ জনই পুরুষ দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ই-সাইন সার্টিফিকেট চালু করল শাবিপ্রবি ঢাবিতে মাস্টার্সে ভর্তিতেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা বিশ্বম্ভরপুরে আ.লীগ সমর্থিত প্রার্থীকে নির্বাচনী অফিস দিলেন বিএনপি নেতা! মধ্যনগরে পলাতক আসামি গ্রেফতার সরকারি হাসপাতালে অবৈধ ক্যানটিন ও ওষুধের দোকান থাকবে না, চালু হবে মডেল ফার্মেসি সাংবাদিক শেরে আলমের পিতৃবিয়োগ তাহিরপুরে অগ্নিকাণ্ডে ৬ দোকান পুড়ে ২৫ লাখ টাকার ক্ষতি : আগুন দেখতে গিয়ে নিহত ১

‘কীছু হইবার পূর্বে কীছু করিতে হইবে’

  • আপডেট সময় বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪

হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণকাজে ধীরগতিতে উদ্বিগ্ন কৃষকদের প্রতি সংহতি জানিয়ে সংবাদসম্মেলন করা হয়েছে হাওর ও কৃষকের সংগঠন ‘হাওর বাঁচাও আন্দোলন’-এর পক্ষ থেকে। গত সোমবার (১২ ফেব্রুয়ারি ২০২৪) দুপুরে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়। বাঁধ নির্মাণকাজের সার্বিক অগ্রগতি তুলে ধরে বোরো ফসলের সুরক্ষা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংগঠনের প্রতিনিধিরা এবং সঙ্গত কারণেইÑ অভিজ্ঞমহলের মতে ইতোমধ্যে যেহেতু যথেষ্ট দেরি হয়ে গেছেÑ নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ বাস্তবায়ন করা না হলে মাঠপর্যায়ে কৃষকদের নিয়ে আন্দোলনের ডাক দেয়ার কর্মসূচি ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।
বাঁধ নির্মাণের শুরু থেকে নির্মাণকাজে করিবকর্মা মার্কা নীতির বিরুদ্ধেÑ প্রতি বছরের মতো এবারও Ñ চেঁচামেচি কম হচ্ছে না, বরং বলা যায় বেশি বেশিই হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা। অবস্থাটা প্রকৃতপ্রস্তাবে পুরুইতে মন্ত্র পড়ে পাঠা তো শোনে না। এমন পরিস্থিতিতে মনে হচ্ছে, হাওররক্ষা বাঁধনির্মাণ নিয়ে বিষয়টা অনেকটা প্রাচীনকালের ‘চাপান-উতোর’ কা-মতো বিষয়ে পর্যবসিত হয়েছে। এক দল ‘এই’ করবে অন্য দল ‘সেই’ করবে। ‘এই’ এবং ‘সেই’য়ের চাপান-উতোর খেলার প্রলম্বিত ফাঁকেÑ মনে হচ্ছেÑ ‘যাহা হইবার হইয়া যাইবে, করিবার কীছুই থাকিবে না, সময় গেলে ভাবিয়া কীছু হইবে না।’
তারপরেও কথায় বলে ‘নাই মামু থেকে কানা মামু ভালা’। সত্যিকার অর্থে আপাতত আমাদের তো প্রশাসন ছাড়া বিপদে-আপদে ভরসা করার কোথাও কেউ নেই। আমরা আমাদের জেলা প্রশাসনের প্রতি ভরসা রাখছি। জেলা প্রশাসন তৎপর হলে হাওররক্ষা বাঁধনির্মাণের কাজ সময়মতো ও ঠিকঠাকভাবে হয়, অতীতে তার প্রমাণসহ উদাহরণ আছে। জেলা প্রশাসক সাবিরুল ইসলামের কার্যকালে হাওররক্ষা বাঁধনির্মাণের কাজÑ বলতে গেলে প্রায় সম্পূর্ণইÑ সম্ভব হয়েছিল। সেবার আমাদের জেলা প্রশাসন করিবকর্মার অপবাদ উতরে করিতকর্মা পদকের গৌরবোজ্জ্বল পালক গুঁজে নিয়েছিল তার মাথার টুপিতে। এবং অর্থাৎ শেষ কথা, ‘কীছু হইবার পূর্বে কীছু করিতে হইবে’। এর কোনও বিকল্প নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com