1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৩৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

মনোনয়নপত্র জমা দিলেন ৪৫ প্রার্থী

  • আপডেট সময় শুক্রবার, ১০ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ::
চতুর্থ ধাপে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে ৩টি পদে ৪৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ১৪ জন, শান্তিগঞ্জ উপজেলায় ১৩ জন এবং মধ্যনগর উপজেলায় ১৮ জন। তফসিল অনুযায়ী গতকাল বৃহস্পতিবার ছিল মনোনয়নপত্র জমাদানের শেষ দিন।
সুনামগঞ্জ সদর :
সদর উপজেলার পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি অ্যাড. মণীষ কান্তি দে মিন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফজলে রাব্বী স্মরণ, বিএনপি নেতা মো. আবুল হায়াত।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল করেছেন জাকির হোসেন শাহিন, ফেদাউর রহমান, মো. আজিজুল হক, মো. আবুল হোসেন, মো. বাবলু মিয়া, শামীনুর রশিদ চৌধুরী।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, ফেরদৌসী সিদ্দিকা, মোছা. চম্পা বেগম, সানজিদা নাসরিন দিনা।
শান্তিগঞ্জ :
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের পুত্র সাদাত মান্নান অভি। তিনি বর্তমানে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন সাদাত মান্নান অভি। এছাড়া চেয়ারম্যান পদে আরও ৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি অ্যাড বোরহান উদ্দিন দুলন, সুনামগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল কালাম ও সুনামগঞ্জ জেলা আওয়াম লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ।
এছাড়া ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন এবং ভাইস চেয়ারম্যান (নারী) পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মনোনয়পত্র জমা দিয়েছেন মোশারফ হোসেন জাকির, রোকনুজ্জামান রোকন, মো. জাহাঙ্গীর খাঁন ও মো. আনোয়ার হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, রফিকা মহির, মোছা. নাজমা বেগম, খাইরুন নেছা ও জেসমিন আক্তার।
রিটার্নিং কর্মকর্তা ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা জানান, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে একজন প্রার্থী চূড়ান্তভাবে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।
মধ্যনগর :
মধ্যনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন মনোনয়নপত্র দাখিল করেছেন। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন আ.লীগ নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, প্রবীর বিজয় তালুকদার দেবল, সজল কান্তি সরকার, মো. আব্দুর রাজ্জাক ভূইয়া, বরুণ কান্তি দাসগুপ্ত, মো. সাইদুর রহমান, মো. আব্দুল আওয়াল মিসবাহ।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা যুবলীগের সাধারণ স¤পাদক বিদ্যুৎ কান্তি সরকার, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের (সাবেক) সাংগঠনিক স¤পাদক সুজিত চন্দ্র তালুকদার, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক স¤পাদক মো. জসীম উদ্দীন চৌধুরী, পংকজ আরেং, মো. এমদাদুল হক খোকা, মো. আনোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হযরত আলী ও দক্ষিণ বংশীকুন্ডা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি এনামুল হক।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মধ্যনগর উপজেলা যুব-মহিলা লীগের সভাপতি শান্তা চৌধুরী ও হনুফা আক্তার।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন মুহাম্মদ আল মুজাহিদ বলেন, চতুর্থ ধাপে তিন উপজেলায় ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১২ মে মনোনয়নপত্র যাচাই-বাছাই, ১৩-১৫ আপিল, প্রার্থিতা প্রত্যাহার শেষ তারিখ ১৯ মে, ২০ মে প্রতীক বরাদ্দ এবং ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com