1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:১৮ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

সমৃদ্ধ দেশগড়ার প্রত্যয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • আপডেট সময় বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৭

সুনামকণ্ঠ ডেস্ক ::
মহান একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়ের মধ্যদিয়ে মঙ্গলবার মহান ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদা, বিনম্র ভালবাসা ও শহীদ মিনারের বেদীতে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে জাতি তাদের কৃতী সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে।
মঙ্গলবার একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২ট ১মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, জেলা পরিষদ চেয়ারম্যান, আ.লীগ, বিএনপি, ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সংগঠন। এছাড়া মঙ্গলবার প্রভাতে শহীদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সংগঠনসহ নানা শ্রেণির মানুষ।
এছাড়াও বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের রুহের প্রতি শান্তি কামনায় বিশেষ দোয়া, মুনাজাত এবং প্রার্থনা অনুষ্ঠিত হয়। জেলার উপজেলাগুলোতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
জগন্নাথপুর প্রতিনিধি :
জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উদ্যাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। দিবসের প্রথম প্রহরে স্থানীয় শহীদ মিনারে জগন্নাথপুর উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা পুলিশ, পৌরসভা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। মঙ্গলবার দুপুরে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান উপলক্ষে স্থানীয় আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ১১নং সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ও হাজী মো. তৈমুছ আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী হাজী মো. শফিকুল আলমের অর্থায়নে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মতিনের সভাপতিত্বে ও সহকারি শিক্ষিকা তামান্না বেগমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফখরুল হোসেন, সহকারি শিক্ষিকা রুবি বেগম, রোকশানা বেগম প্রমুখ। সভায় ছাত্রছাত্রী, অভিভাবক, মা-সহ এলাকার গণ্যমান্য লোকজন উপস্থিত ছিলেন।
দিরাই :
যথাযোগ্য মর্যাদায় দিরাইয়ে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। রাত ১২ টা ১মিনিটে দিরাই উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে পু®পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। এছাড়া উপজেলা আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন পু®পস্তবক অর্পণ করেন। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক অ্যাডভোকেট অভিরাম তালুকদার, সহকারী শিক্ষা কর্মকর্তা তাপস রায় প্রমুখ।
দ্বীনি সিনিয়র আলীম মডেল মাদ্রাসা :
দ্বীনি সিনিয়র আলীম মডেল মাদ্রাসার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদ্রাসার সহকারি অধ্যাপক মোহাম্মদ আলী’র সভাপত্বিতে মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আলী নূর। অন্ষ্ঠুানে কোরআন থেকে তেলওয়াত করেন মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র হাফিজ ফরহাদ আহমদ। বক্তব্য রাখেন প্রভাষক মাওলানা আবু তাহির মোহাম্মদ খালিদ, সিনিয়র সহকারি শিক্ষক মোমতাজুল হাসান আবেদ, স্বাধীনা আক্তার, মাহমুদুর রহমান, মো. আসাদ আলী, নূরুজ্জামান, ছাত্র আব্দুল আহাদ। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন নবম শ্রেণির ছাত্র সৈয়দ হোসেন।
পরে মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আলী।
দক্ষিণ সুনামগঞ্জ :
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রশাসনসহ আওয়ামী লীগ, বিএনপি, বিভিন্ন সংগঠনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে পৃথক পৃথকভাবে শান্তিগঞ্জ বাজারস্থ উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিএনপিসহ অন্যান্য নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আলী ফরিদ মেমোরিয়াল একাডেমী :
সুনামগঞ্জ শহরের আলী ফরিদ মেমোরিয়াল একাডেমীর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার একাডেমীর ব্যবস্থাপনা কমিটির সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উদয়ন ফাউন্ডেশনের সভাপতি অ্যাড. চাঁন মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন একাডেমীর অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, লুৎফুর রহমান, অ্যাড. জিয়াউর রহমান, সহকারি শিক্ষিকা সুলতানা জাহান শেলী, রোহিনা খানম চৌধুরী, নাহিদ বাহার আঁখি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পঞ্চম শ্রেণির ছাত্রী মাহমুদা আক্তার স্নেহা এবং গীতাপাঠ করেন লিটি বিশ্বাস। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোকাররম হোসেন।
বঙ্গবন্ধু সৈনিক লীগ :
ভাষা শহীদদের স্মরণে বঙ্গবন্ধু সৈনিক লীগ, সদর উপজেলা কমিটি আলোচনা সভার আয়োজন করে। মঙ্গলবার সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সদর উপজেলা সভাপতি এম. নোমান হাসান খান। সাধারণ সম্পাদক এনামুল হক এনামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধুরী রাসেল, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রিংকু চৌধুরী, সাবেক ছাত্রলীগ নেতা পরিতোষ ঘোষ চৌদুরী, যুগ্ম সাধারণ সম্পাদক রুকন উদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক জহুর মিয়া সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ সানি, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক আছমিনা বেগম, সহ-সভাপতি শাফি উদ্দিন ফাহিম, সাংগঠনিক সম্পাদক সোহান তালুকদার, কাঠইর ইউনিয়ন শাখার সভাপতি শহীদুল হক তালহা, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, গৌরারং ইউনিয়ন শাখার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী নান্নু প্রমুখ।
দোয়ারাবাজার :
দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস পালিত হয়েছে। আন্তার্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষ্যে মঙ্গলবার উপজেলা সদরের মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রভাতফেরি শেষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মঙ্গলবার সকালে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মেহেরুল্লাহ’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক। এ সময় প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও নানা পেশাজীবী মানুষজন উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।
বিশ্বম্ভরপুর :
বিশ্বম্ভরপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদ্যাপিত হয়েছে।
দিবসের প্রথম প্রহরে বিশ্বম্ভরপুর উপজেলা মডেল উচ্চ বিদ্যালয় শহীদ মিনারে ভাষা আন্দোলনে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া প্রশাসন প্রাঙ্গণে বইমেলা, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com