1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৩:০৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্ট : সেমি ফাইনালে জুবিলী উচ্চ বিদ্যালয় ও তাহিরপুর স্কুল ক্রিকেট টিম

  • আপডেট সময় শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসক কাপ টি-২০ স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ১ম কোয়ার্টার ফাইনালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিমকে ৮০ রানে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। শুক্রবার সকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল। নির্ধারিত ২০ ওভাবের ৬ উইকেট হারিয়ে ১৫৮ রান করে তারা। দলের হয়ে অভি ৫১ বলে ৫৯, তানিম ১৯ বলে ২৫ ও জুবায়ের ২৪ বলে ২৪ রান করেন। ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিমের অলিভ ২৪ রান দিয়ে ২টি উইকেট লাভ করেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ২ বলে ৭৮ রান করে গুটিয়ে যায় ছাতক উপজেলা স্কুল ক্রিকেট টিম। দলের হয়ে নাইম ২৫ ও দিলোয়ার ১০ রান করেন। জুবিলী উচ্চ বিদ্যালয়ের সজীব ৯ রানে ২টি এবং জুবায়ের ১৬ রানে ২টি উইকেট লাভ করেন। এই ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের অভি। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আলী হোসেন এবং দবির উদ্দিন। স্কোরার ছিলেন মোস্তাকিন আহমেদ জয়।
ম্যাচ শেষে হোসেন আহমেদ রাসেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন প্রাক্তন ক্রিকেটার বিকাশ রঞ্জন চৌধুরী ভানু। উপস্থিত ছিলেন ক্রিকেট স¤পাদক ও টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. রেজওয়ানুল হক রাজা, সদস্য মো. সেজুল আহমেদ, জি এম তাশহিজ।
এদিকে ২য় কোয়ার্টার ফাইনালে তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট টিম দোয়ারাবাজার স্কুল টিমকে ২ উইকেটে হারিয়ে সেমিফাইনালে উন্নীত হয়। প্রথমে ব্যাট করতে নেমে দোয়ারাবাজার উপজেলা স্কুল ক্রিকেট টিম ১৬ ওভার ৩ বলে সবক’টি উইকেট হারিয়ে ১১২ রান করে। দলের হয়ে তারেক অপরাজিত ২৭ এবং সজীব ২৬ রান করেন। তাহিরপুরের হয়ে পলক ৬টি এবং ফাহিম ২টি উইকেট পান। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১১৩ রান করে জয় নিশ্চিত করে তাহিরপুর উপজেলা স্কুল ক্রিকেট দল। দলের হয়ে মিনহাজুর ২১, শুদয় ১৫, সুজন ১৪ রান করেন। দোয়ারাবাজারের তারেক ৩টি ও সাজু ২ উইকেট লাভ করে। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন তাহিরপুর উপজেলার পলক।
ম্যাচটিতে আম্পায়ারের দায়িত্ব পালন করেন আহমেদ মুজতবা রাজী ও জাহাঙ্গীর আলম। স্কোরার ছিলেন সবুজ দেবনাথ।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণ পর্বে মো. রেজওয়ানুল হক রাজার উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার অলক চক্রবর্তী বাপ্পা। তিনি ম্যান অব দ্য ম্যাচ পলকের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শাহ আবু জাকের, মো. সেজুল আহমেদ, গোলাম সাবেরীন সাবু, মো. দবির উদ্দিন।
আজ ২১ জানুয়ারি সকাল ৯টায় দিরাই উপজেলা বনাম জামালগঞ্জ উপজেলা স্কুল ক্রিকেট টিম, দুপুর ১টায় জগন্নাথপুর উপজেলা বনাম আলহেরা মাদ্রাসা’র মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে। আগামী ২২ জানুয়ারি সকাল ১১টায় ১ম সেমিফাইনালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় তাহিরপুর উপজেলার মুখোমুখি হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com