1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৪:৩০ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

স্বপ্ন দেখুন, বাস্তবায়ন করবে সরকার : জয়নুল জাকেরীন

  • আপডেট সময় মঙ্গলবার, ১ নভেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের উদ্যোগে লক্ষণশ্রী ও কাঠইর ইউনিয়নে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ২০১৬-১৭ইং অর্থ বছরের উন্নয়ন কর্মসূচি অ্যানুয়েল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) প্রণয়নের লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ে উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে লক্ষণশ্রী ও বিকেলে কাঠইর ইউনিয়নে পৃথক দু’টি সভা অনুষ্ঠিত হয়।
লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল ওয়াদুদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। তিনি তার বক্তব্যে বলেন, অ্যানুয়েল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) এর আওতায় প্রত্যেক ইউনিয়নে জীবনমান উন্নয়নের লক্ষ্যে কাজ করবে সদর উপজেলা পরিষদ। বিশেষ করে প্রত্যেক ইউনিয়নে শিক্ষার মান বৃদ্ধিতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি গুরুত্ব দেয়া হবে। তাই ইউনিয়নবাসী স্বপ্ন দেখুন, সে স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে সরকার। এজন্য মাঠপর্যায়ে এসে আপনাদের গুরুত্বপূর্ণ প্রস্তাব শুনার জন্য এ সভার আয়োজন করা হয়েছে। আমরা আশা করব বার্ষিক ও পঞ্চবার্ষিক পরিকল্পনায় প্রত্যেক ইউনিয়নের চাহিদা পূরণে আমরা সচেষ্ট থাকব।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য হিরা তালুকদার, ফখরুল ইসলাম, মো. মনির উদ্দিন, হুশিয়ার আলী, মো. আব্দুর রহিম, বাহার মিয়া, নিজাম উদ্দিন, মহিলা সদস্যা আমিনা বেগম, সাহেদা বেগম, ময়না বেগম, এলাকাবাসীর মধ্যে মো. আফতাব উদ্দিন, মো. রশিদ মিয়া, মো. মনির উদ্দিন, মো. নুর উদ্দিন, প্রধান শিক্ষক ফররুখ আহম্মদ তালুকদার, রফিক আলী, হামিদুল আখঞ্জি, সমাজকর্মী শাহানা বেগম, মাসুদুর রহমান পীর, সাজ্জাদুর রহমান সুজা মিয়া, ইউপি আ.লীগ সভাপতি সাদেক মিয়া প্রমুখ।
এদিকে, বিকেলে কাঠইর ইউনিয়নের অস্থায়ী কার্যালয় শাখাইতি বাজার পয়েন্টে আয়োজিত উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান শামসুল ইসলাম মুফতি।
ইউপি সচিব মুহিত চৌধুরী’র পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব ও মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. ফরিদ মিয়া, মো. আজিম উদ্দিন, মালদার আলী, মো. আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, মহিলা সদস্যা শিরিয়া বেগম, রেশনা বেগম, জ্যোৎ¯œা বেগম, এলাকাবাসীর মধ্যে হাবিবুর রহমান, মো. আফাজ উদ্দিন, আ. সাহিদ, প্রধান শিক্ষক জয়শ্রী ভট্টাচার্য, সুপ্তি রানী সরকার, স্বর্ণা রায় প্রমুখ।
উল্লেখ্য, অ্যানুয়েল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এডিপি) বাস্তবায়ন করবে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com