1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

বাদাঘাট বাজারের বেহাল দশা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

সাজ্জাদ হোসেন শাহ্ ::
তাহিরপুর উপজেলার ঐতিহ্যবাহী বাদাঘাট বাজার নানা সমস্যায় জর্জরিত। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাটে চলাচলে ভোগান্তির শিকার হন মানুষজন। দীর্ঘদিন ধরে এ বাজারের কোনো উন্নয়ন হয়নি বলে জানান ব্যবসায়ীরা। বাজারে গণশৌচাগার, নিরাপদ পানির ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থা নেই। হচ্ছেনা বাজারের ভেতরে ও আশপাশের রাস্তার উন্নয়ন।
জানা যায়, গরু বাজার, বাদামপট্টি, কাঠপট্টির রাস্তা দিয়ে প্রতিদিন বাজারে আসা মানুষজন দুর্ভোগের শিকার হন। বাজারে প্রায় দুই হাজার দোকানঘর রয়েছে।
ব্যবসায়ী মস্তুফা কামাল বলেন, ‘দীর্ঘদিন ধরে এ ঐতিহ্যবাহী বাজারের কোনো উন্নয়ন নেই। ফলে মানুষের দুর্ভোগ বেড়ে চলেছে।’
ব্যবসায়ী আলাউদ্দিন মুন্না বলেন, ‘বাজারে টয়লেট নেই, নিরাপদ পানির ব্যবস্থা নেই, দুর্ভোগ পোহাতে হচ্ছে বাজারের ব্যবসায়ীদের।’
ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, ‘বাজারে ড্রেনেজ ব্যবস্থা ভাল না থাকার কারণে ও সামান্য বৃষ্টি হলেই বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলি কাদাযুক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।’
বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি সেলিম হায়দার ও সাধারণ সম্পাদক মাসুক মিয়া বলেন, ‘সমস্যায় জর্জরিত ঐতিহ্যবাহী বাজার দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। এসব সমস্যা সমাধান জরুরি প্রয়োজন।’
বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আফতাব উদ্দিন বলেন, ‘আমি নতুন দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেয়ার পরই বাজারের এসব সমস্যা আমার চোখে পড়েছে। আমি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
সুনামগঞ্জ জেলা পরিষদের মহিলা সদস্যা সেলিনা আবেদীন বলেন, ‘আগামী অর্থ বছরে জেলা পরিষদের বরাদ্দ আসলে আমি অবশ্যই বাদাঘাট বাজারের উন্নয়ন করার জন্য সর্বাত্মক চেষ্টা করব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com