1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
সোমবার, ০৬ মে ২০২৪, ০৫:২৭ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

জাগরণী মুক্ত স্কাউটস্ গ্রুপের বর্ষপূর্তি : স্কাউট একজন মানুষকে সৎ ও নিষ্ঠাবান করে তুলে : আইনুর আক্তার পান্না

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৭

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ জাগরণী মুক্ত স্কাউটস্ গ্রুপের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শহীদ আবুল হোসেন মিলনায়তনে জাগরণী মুক্ত স্কাউট্স গ্রুপের সাধারণ সম্পাদক মো. শামছুল আলমের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপত্বি করেন জাগরণী মুক্ত স্কাউট্স গ্রুপের সভাপতি পিপি অ্যাড. ড. খায়রুল কবির রুমেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না।
তিনি তার বক্তব্যে বলেন, স্কাউটস্ হলো একটি সামাজিক সংগঠন। স্কাউটসদের সকলের প্রয়োজন সদাপ্রস্তুত থাকতে হবে। যেকোনো বিপদে স্কাউটসদের সবার আগে যেতে হবে। তিনি আরো বলেন, স্কাউট একজন মানুষকে সৎ ও নিষ্ঠাবান করে তুলে। জাগরণী মুক্ত স্কাউটস্ গ্রুপের এই বর্ষপূর্তি যেন ভবিষ্যতে শততম বর্ষপূর্তিতে যেতে পারে এই আশা ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য ফৌজি আরা বেগম শাম্মী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. শামসুল আবেদীন, বিশিষ্ট গীতিকার ইশতিয়াক আহমদ রুপু, আমেরিকা প্রবাসী ফরিদ আহমেদ পাঠান, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ চৌধুরী, জাগরণী মুক্ত গালর্স ইন রোভার প্রভাষক সাহিনা চৌধুরী রুবি, জাগরণী মুক্ত স্কাউটস্ গ্রুপের সহ সভাপতি এইচ এম বাশার, মাইদুল ইসলাম খান, যুগ্ম সম্পাদক প্রাণগোপাল দত্ত, রোভার স্কাউটের সদস্য এ আর অমিত, তামিম রায়হান।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জাগরণী মুক্ত স্কাউটস্ গ্রুপের সহ-সম্পাদক আলী আহসান রাজিব।
এর আগে বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্যপ্রযুক্তি) আইনুর আক্তার পান্না ও অতিথিরা।
আলোচনা সভা শেষে প্রয়াত শিক্ষবিদ আছদর আলী ভূইয়ার পরিবারকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
পরে জাগরণী মুক্ত স্কাউটস্ গ্রুপের সিনিয়র রোভার মেট মেহেদী হাসান ও রোভার সদস্য মাহবুবা সুলতানার সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে মঞ্চস্থ হয় নাটক ‘দুর্যোগ’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com