1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ০৪:৫৪ পূর্বাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর মেধাবৃত্তি পরীক্ষার ফল প্রকাশ

  • আপডেট সময় রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০১৭

শাহ আছদ আলী পীর (রহ.) ফাউন্ডেশন, ষোলঘর, সুনামগঞ্জ কর্তৃক পরিচালিত ১১তম প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর মেধাবৃত্তি পরীক্ষা ২০১৬ এর ফলাফল রোববার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। ফল প্রকাশ করেন প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর মেধাবৃত্তির পরীক্ষা নিয়ন্ত্রক ও এইচ এম পি হাই স্কুল সুনামগঞ্জের প্রধান শিক্ষক মো. ইনছান মিঞা। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রিন্সিপাল এম আতাউর রহমান পীর, মো. মুজিবুর রহমান পীর, ইঞ্জিনিয়ার রুমেল মো. সাইফুর রহমান পীর, লেখক সৈয়দ বদরুল আলম সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।
২০১৬ সনের বৃত্তি পরীক্ষায় পঞ্চম শ্রেণিতে মোট ৬০৬ জন এবং চতুর্থ শ্রেণিতে ৪২৩ জন অংশগ্রহণ করেছিল। তাদের মধ্যে থেকে পঞ্চম শ্রেণিতে ১৪৫জন এবং চতুর্থ শ্রেণিতে ৮৪জন বৃত্তি প্রাপ্ত হয়েছে। পঞ্চম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র যথাক্রমে মো. আশিকুর রহমান আশিক, গালিব আহবাব আনাছ ও মো. মেরাজ। চতুর্থ শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছে যথাক্রমে ফাহমিদা ফাইজা হক ইরা (সৃজন বিদ্যাপীঠ, সুনামগঞ্জ), ফখরুল ইসলাম মাহী (হাজী আব্দুল মান্নান হলিচাইল্ড একাডেমি, সুনামগঞ্জ) ও অদিতি রায় (ড্যাফডিল কিন্ডারগার্টেন, সুনামগঞ্জ)। অন্যান্য বৃত্তি প্রাপ্তরা হচ্ছে:
পঞ্চম শ্রেণি:
প্রথম গ্রেড (মেধা অনুসারে): ৫৫৩৫, ৫৫৫৭, ৫৫৬৭, ৫০৬৯, (৫০৬৩, ৫০৬৮, ৫৫১৪, ৫৫৭৪) = ৮ জন।
দ্বিতীয় গ্রেড (মেধা অনুসারে): (৫৪১১, ৫৪১৯, ৫৫১০), ৫০০২, ৫০৫৬, (৫০৯১, ৫৪১৪), (৫০১৯, ৫৩২৩, ৫৪২৫, ৫৫০৯) = ১১জন।
তৃতীয় গ্রেড (মেধা অনুসারে): (৫০১২, ৫০৫৮, ৫০৬৭, ৫১৩৭, ৫৫৩২, ৫৫৬০), (৫০১৬, ৫০৬২, ৫০৬৬, ৫৪১০, ৫৪১৩, ৫৫১৫, ৫৫১৭, ৫৫৬২), (৫০৬৪, ৫৩৩৯), (৫০০১, ৫০০৮, ৫৩২৫, ৫৫০৩, ৫৫১২) = ২১ জন।
বিশেষ গ্রেড (মেধা অনুসারে): (৫০৬৫, ৫২৪০, ৫৪২১, ৫৪৩৪, ৫৪৪৩, ৫৫২২, ৫৫৩৪, ৫৫৪৯, ৫৫৫৩, ৫৫৫৮), (৫০৯২, ৫৩০৬, ৫৪৪১), (৫০৭০, ৫০৮১, ৫১১২, ৫২৮৫, ৫৩২৭, ৫৩২৯, ৫৫১৬, ৫৫৩৬), (৫০৫৯, ৫০৬০, ৫০৭৩, ৫৪২৪, ৫৫০৮, ৫৫১৮, ৫৫১৯, ৫৫২৪, ৫৫২৮, ৫৫৭১), (৫০৫৭, ৫০৯৩, ৫৩১৪, ৫৩৩১, ৫৩৭৭, ৫৫২৫), (৫২৭৪, ৫৩৩৬, ৫৪২৭, ৫৪৩২, ৫৫০৭, ৫৫৬৬, ৫৬০৫), (৫০৬১, ৫০৯৫, ৫১৯৭, ৫২০২, ৫২৪৭, ৫২৮২, ৫৩০৯, ৫৩২৮, ৫৪২৯, ৫৪৪৫, ৫৪৪৬, ৫৫২১, ৫৫৩০), (৫০২৪, ৫০৯৪, ৫২৮৪, ৫৪৭১, ৫৫১১, ৫৫২৩, ৫৫২৬, ৫৫৬৫), (৫১৫০, ৫১৫৬, ৫১৬৬), ৫১৯৯, (৫১১৩, ৫৪৩০), (৫১৩৩, ৫৩৫৯, ৫৪০৮, ৫৫৭৭), ৫০৯৬, ৫২০১, ৫৪০৭, (৫০৩০, ৫১০৩), ৫১২১, ৫২০৫), ৫২০৬, (৫১০৬, ৫১৮৭, ৫২৭১), ৫৪৮০, (৫২৭০, ৫৬০২), ৫৪৬২, (৫৩০১, ৫৩৯৬), ৫৫৮০, (৫২৬৪, ৫২৬৮, ৫৩৭৩, ৫৩৭৯, ৫৩৮৫), (৫২৪৫, ৫২৫২), ৫৪৬৯, ৫২৩৫, (৫৩৩৩, ৫৩৪৮), ৫৪৯৪ = ১০৫ জন।
চতুর্থ শ্রেণি:
প্রথম গ্রেড (মেধা অনুসারে): ৪৩২৪, ৪২৪৪, ৪০৬৯, (৪০১২, ৪০৩৫, ৪৩৩০), ৪২৯১, ৪০৩৯ = ৮ জন।
দ্বিতীয় গ্রেড (মেধা অনুসারে): (৪০১১, ৪০৪০, ৪০৬২, ৪২৪৫), (৪০২৮, ৪০৪৬), (৪০০৪, ৪০৭০, ৪৩২৬), ৪০৩৮, (৪০৩১, ৪৩৪১) = ১২ জন।
তৃতীয় গ্রেড (মেধা অনুসারে): (৪০১৬, ৪০৩৬, ৪০৪৩, ৪০৫৯, ৪২৪৬, ৪২৮৫), (৪০৯৬, ৪০৯৮, ৪৩২১), (৪০০৭, ৪২৩৪), (৪০০৫, ৪০৮৭, ৪০৯৯, ৪২৯০), ৪২৪৮, (৪০৫৩, ৪০৬৩, ৪২৫২, ৪২৭৭), (৪০৩২, ৪৩২৫, ৪৩২৯), (৪০৩৪, ৪২৫৪), (৪০৩০, ৪১২৫, ৪২৫০, ৪৩২৭) = ২৯ জন।
বিশেষ গ্রেড (মেধা অনুসারে): (৪০২৩, ৪৩৪৬), (৪১০৮, ৪১৪১), ৪৩৬১, (৪০০৯, ৪০৯০), ৪১৮৬, ৪৪২৩, (৪২৪১, ৪২৮৭), (৪১৫৪, ৪৪২০), ৪২১৫, ৪১১৪, ৪১৯০, (৪৩৮৩, ৪৩৯৬), ৪২৩৫, ৪৩৬৮ (৪০১৭, ৪১৮৪), ৪৪০৮, ৪২১২, (৪১৭১, ৪৩০৮), (৪২৬০, ৪১৮২, ৪১৯৩, ৪২৬২), ৪৩৭৩, ৪৩৭৫, (৪২৩১, ৪৩০০), ৪৪০৫ = ৩৫ জন। (বিজ্ঞপ্তি)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com