1. [email protected] : admin2017 :
  2. [email protected] : Sunam Kantha : Sunam Kantha
  3. [email protected] : wp-needuser : wp-needuser
রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৪০ অপরাহ্ন
ঘোষণা ::
সুনামগঞ্জ জেলার জনপ্রিয় সর্বাধিক পঠিত পত্রিকা সুনামকন্ঠে আপনাকে স্বাগতম। আমাদের পাশে থাকার জন্য সকলকে আন্তরিক অভিনন্দন। আমাদের পত্রিকায় বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন - 01711-368602

শাল্লায় ঝুঁকিপূর্ণ বাঁধগুলোর কাজ পাঁচ ভাগ!

  • আপডেট সময় শনিবার, ২৫ মার্চ, ২০১৭

শাল্লা প্রতিনিধি ::
শাল্লায় ঝুঁকিপূর্ণ কয়েকটি বাঁধের কাজ এখন পর্যন্ত শুরুই হয়নি বলে জানা গেছে। এনিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রতিনিধিসহ এলাকার সাধারণ কৃষকরা।
জানা যায়, ৪নং শাল্লা ইউপির অন্তর্গত শ্রীহাইল গ্রামের জোয়ারিয়ার ৮শ’ মিটার বাঁধের কাজ শুরুই হয়নি। গত বছর জোয়ারিয়া বাঁধ ভেঙেই ফসল তলিয়ে গিয়েছিল। এছাড়া ঘুঙ্গিয়ারগাঁও বাজার ব্রিজ হতে মুক্তারপুর গ্রামের ব্রিজ পর্যন্ত বাঁধের কাজও শুরু হয়নি। যে গুরুত্বপূর্ণ বাঁধের দৈর্ঘ্য আড়াই কিলোমিটার। ৩নং বাহাড়া ইউপির হরিনগর গ্রামের ১৬০ মিটার বাঁধের কাজ শুরুই হয়নি। যাত্রাপুরের বাঁধের কাজও শুরুই হয়নি। সদর ইউপির খল্লি গ্রাম থেকে মনুয়া গ্রামের মধ্যে প্রায় ১ কি.মি. কাজও শুরু হয়নি। যে বাঁধগুলো হাওরের বোরো ফসল রক্ষার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ঠিকাদার কর্তৃক এসব বাঁধের কাজে নিয়োজিত টিটু তালুকদার বলেন, নির্বাহী কর্মকর্তার কাছে এক সপ্তাহের সময় নিয়েছি। ৪০ ভাগ কাজ করবো বলে প্রতিশ্রুতি দিয়েছি। এখন পর্যন্ত পাঁচ ভাগ কাজ হয়েছে। জোয়ারিয়া বাঁধে এখন কাজ চলছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো শুরু করিনি। তবে লেবার খোঁজা হচ্ছে।
গত ২৩ মার্চ উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৩টি ইউপি চেয়ারম্যান, পাউবো’র কর্মকর্তাবৃন্দসহ পিআইসি কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন। এসময় শাল্লা ইউপি চেয়ারম্যান জামান চৌধুরী ও হবিবপুর ইউপি চেয়ারম্যান ঠিকাদারদের এমন দায়িত্বহীন কর্মকা-ে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, হাজার হাজার কৃষকের বেঁচে থাকার একমাত্র বোরো ফসল রক্ষার বাঁধ নিয়ে এমন ছেলে খেলা মেনে নেওয়া যায় না। এ সময় নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ ঠিকাদারদের এমন কা-জ্ঞানহীতায় ঠিকাদারদের জামানত বাজেয়াপ্ত করার পরামর্শ দেন পাউবো’র কর্মকর্তাদের।
অন্যদিকে উপজেলার পিআইসি কমিটির ৩৬টি বাঁধের কাজও শেষ হয়নি। জানাগেছে, আনন্দপুর গ্রামের দক্ষিণ দিকে কেল্লা ও মাদারিয়া খুড়ের খালের মধ্যভাগে মাটি ফেলা হয়নি। এলাকাবাসী বলছেন এদিকে পানি ঢুকলে ছায়ার হাওর তলিয়ে যাবে।
এ ব্যাপারে পাউবোর এসও ইব্রাহিম খলিলকে জিজ্ঞেস করলে তিনি জানান, তার কোন বক্তব্য নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

© All rights reserved © 2016-2021
Theme Developed By ThemesBazar.Com